/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/iit-kharagpur-1.jpg)
আইআইটি খড়গপুর
বুধবার আইআইটি খড়গপুরের হস্টেলের এক আবাসিক পড়ুয়ার করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপরই আগামী ২৩ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের সহ হস্টেল খালি করার নির্দেশ নিয়েছে কর্তৃপক্ষ। আপাতত ২০০ থেকে ২৫০ পড়ুয়া ক্যাম্পাসের রেসিডেন্স হলে রয়েছেন।
এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'কোভিড সংক্রমণ ধরার পড়ার প্রেক্ষিতে সব হস্টেল বন্ধ করার পদক্ষেপ করতে হচ্ছে। আগামী ২৩ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের সব হস্টেল খালি করতে হবে ও আবাসিকদের নিজের শহরে ফিরে যেতে হবে।'
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে আইআইটি খড়গপুরের রেজিস্ট্রার বিএন সিং বলেছেন, 'সংক্রমিত ছাত্রটিকে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সে হস্টেলে আরও ৫-৬ জনের সঙ্গে থাকতো। বর্তমানে সব সিল করা হয়েছে। আশা করব বাকি পড়ুয়াদের মধ্যে সংক্রমণ ছড়াবে না। এর মধ্যেই সহ হস্টেল জীবাণুমুক্ত করা হবে।'
এর আগে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ পড়ুয়াদের জানিয়েছিল যে, পরবর্তী সেমিস্টারের জন্য তারা যেন ক্যাম্পাসে না আসে। সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাস চালু হবে। প্রতিষ্ঠানের এক সিনিয়ার আধিকারিক বলেন, 'আমরা পড়ুয়াদের ও কর্মীদের বিপদে ফেলতে রাজি নই। কিছু না জানানো পর্যন্ত যেন অভিভাবকরা সন্তানদের হস্টেলে না পাঠান।'
এরপর ফের ক্যাম্পাস খুলতে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পরামর্শ মেনে চলবে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন