বাড়ির এক বউ তৃণমূলের প্রার্থী! 'টাইট' দিতে চমকদার ছকে ভোট ময়দানে জা!

ভোটের উত্তাপ এবার সংসারেও। নজিরবিহীন এই ঘটনা জোর চর্চায়।

ভোটের উত্তাপ এবার সংসারেও। নজিরবিহীন এই ঘটনা জোর চর্চায়।

IE Bangla Web Desk & Nilotpal Sil
New Update
one woman of the house is a Tmc candidate and the other is a bjp candidate

জমে উঠেছে পঞ্চায়েতের লড়াই।

পঞ্চায়েত নির্বাচনে মালদহের দুই মহিলা প্রার্থী সম্পর্কে দুই জা। সংসারে এক হেঁসেলেই রান্নাবান্না ও খাওয়া-দাওয়া, সবই বজায় রয়েছে। কিন্তু রাজনীতির ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়ছেন না। একজন প্রার্থী হয়েছেন তৃণমূলের। ওই বাড়ির আর এক বউ লড়ছেন বিজেপির হয়ে।

Advertisment

দুই জা তৃণমূল এবং বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মালদহের ভালুকা গ্রাম পঞ্চায়েতের ১২৮ নম্বর ফতেপুর বুথ থেকেই তৃণমূলের প্রার্থী হয়েছেন পুতুল যাদব। ওই একই বুথ থেকে বিজেপির প্রার্থী হয়েছেন পুতুল ঘোষ। এঁরা সম্পর্কে দুই জা। একে অপরের বিরুদ্ধে নির্বাচনের ময়দানে নেমেছেন তাঁরা। গ্রাম পঞ্চায়েত স্তরে এই দুই জা'য়ের লড়াই দেখতে এখন চর্চা বাড়ছে।

আরও পড়ুন- ED তদন্তে সহযোগিতার বার্তা, কুন্তলের সঙ্গে পরিচয় প্রশ্নে কী উত্তর সায়নীর?

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই জা'য়ের মধ্যে একজনের নাম পুতুল যাদব। তিনি এবারের ভোটে ভালুকা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন। তাঁরই জা পুতুল ঘোষ বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছেন।  পঞ্চায়েত কে দখল করবে তা নিয়ে এলাকায় চর্চা তো আছেই, এবার চর্চা আরও বেড়ে গিয়েছে এই দুই জা'য়ের লড়াই দেখতে।

আরও পড়ুন- ‘কালীঘাটের কাকু’র সাময়িক স্বস্তি, কী নির্দেশ আদালতের?

প্রচারে গ্রামের রাস্তায় বেরিয়ে তৃণমূল প্রার্থী পুতুল যাদব বলেন, 'ভালুকা গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূলের প্রার্থী হয়েছি। মানুষের ভালোই সাড়া পাচ্ছি। মানুষ দিদির উন্নয়ন দেখে আমাকে ভোট দেবেন। আমি আশাবাদী মানুষ নির্বাচনে আমাকে জয়ী করবেন। লক্ষ্নীর ভাণ্ডার থেকে শুরু করে এলাকায় যেভাবে উন্নয়ন হয়েছে তাতে তৃণমূলকে দু'হাত তুলে আশীর্বাদ করছেন সাধারণ মানুষ।' 

অন্যদিকে বিজেপি প্রার্থী পুতুল ঘোষ বলেন, 'গত পাঁচ বছরে এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব একের পর এক দুর্নীতি করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে বন্যা ত্রাণ কেলেঙ্কারিতে লাগামহীন দুর্নীতি হয়েছে। তাই মানুষ এবার তৃণমূলকে উৎখাত করে বিজেপিকে দুই হাত তুলে আশীর্বাদ করবে বলে আমরা আশাবাদী।'

tmc CPIM Maldah bengal panchayat election 2023 panchayat election 2023