Advertisment

Kolkata Metro: মেট্রো যাত্রীরা এখবর আগে পড়ুন! পরিষেবা নিয়ে শীঘ্রই বিরাট কোনও পদক্ষেপ?

Kolkata Metro: যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে নজর দিয়ে বরাবরই নিত্য নতুন পরিষেবা দিয়ে থাকে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে এবার পরিষেবা নিয়ে খানিকটা হতাশার সুর ধরা পড়েছে মেট্রো কর্তৃপক্ষের গলায়। রীতিমতো বিবৃতি দিয়ে বিশদে এব্যাপারে জানিয়েছেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
more than 5.18 lakh android and 8200 ios users downloades metro ride kolkata app

Kolkata Metro: কলকাতা মেট্রো।

Metro Railway Kolkata: মেট্রোরেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মেট্রো ব্যবহারকারীদের সুবিধার জন্য ২৪.৫.২০২৪ থেকে ব্লু লাইনে পরীক্ষামূলক ভিত্তিতে রাতে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই ট্রেনগুলি কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে রাত ১১টায় ছেড়ে যায়। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই বিশেষ পরিষেবা মেলে।

Advertisment

যাত্রীদের একটি অংশের চাহিদার কথা মাথায় রেখে, এই পরিষেবাগুলি এই আশা নিয়ে চালু করা হয়েছিল যে মেট্রো যাত্রীদের একটি বড় অংশের জন্য রাতে তাদের গন্তব্যে পৌঁছাতে সুবিধা হবে। কিন্তু দেখা গেছে যে গড়ে ৬০০ জন যাত্রী এই পরিষেবাগুলি আপ ও ডাউন উভয় দিকে ব্যবহার করছেন। মেট্রো রেল এই ট্রেন চালিয়ে মাত্র ৬ হাজার টাকা আয় করছে।

ব্লু লাইনে এই রাতের ট্রেন চালানোর জন্য, মেট্রো প্রতি খরচ হচ্ছে ১ লক্ষ ৩৫ হাজার টাকা। অর্থাৎ এই দুটি ট্রেন চালানোর জন্য মেট্রো কর্তৃপক্ষ প্রায় ২,৭০ হাজার টাকা খরচ করছে প্রতিদিন। তা ছাড়া অন্যান্য খরচ রয়েছে যা প্রায় ৫০ হাজার টাকার কাছাকাছি।

আরও পড়ুন- Indian Railway: ঘাবড়ে যাচ্ছেন? বাংলার অত্যন্ত জনপ্রিয় এই রেলস্টেশন আর ক’দিনেই এমন হতে চলেছে!

সুতরাং উপরোক্ত পরিসংখ্যান থেকে এটা বেশ স্পষ্ট যে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ এই দুটি ট্রেন চালানোর জন্য বিপুল ব্যয় বহন করছে। এই ট্রেনগুলি সম্পর্কে প্রচার করা সত্ত্বেও, যাত্রীদের মধ্যে থেকে উত্সাহ লক্ষ্য করা যাচ্ছে না।

kolkata news kolkata metro Metro Service Metro
Advertisment