এবছর কেরলে বর্ষা ঢুকতে খানিক দেরি হবে। সম্ভবত ৪ জুন নাগাদ দক্ষিণের এই রাজ্যে বর্ষার আগমন ঘটতে পারে বলে মনে করছে মৌসম ভবন। সাধারণত ১ জুনে কেরলে বর্ষার প্রবেশ ঘটে। তবে এবছর বর্ষার প্রবেশে খানিক দেরি হতে পারে কেরলে। তবে কি বাংলাতেও এবার বর্ষার দেরিতে আগমন? এব্যাপারে এখনও স্পষ্ট তথ্য দিতে পারেনি আবহাওয়া দফতর।
এবছর কেরলে বর্ষা শুরু হতে চার দিন দেরি হবে। মঙ্গলবারই মৌসম ভবনের তরফে জানানো হয়েছে এবছর আগামী ৪ জুন দক্ষিণের এই রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে। সাধারণভাবে কেরলে বর্ষা ঢোকার সাত দিনের মধ্যেই বাংলাতেও বর্ষা ঢুকে যায়। তারও আগে শুরু হয়ে যায় প্রাক-বর্ষার বৃষ্টি। কেরল হয়েই সাধারণত এরাজ্যে ঢোকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। যার প্রভাবে নামে বৃষ্টি। তবে এবার কেরলেই বর্ষার দেরিতে আগমন বার্তায় বঙ্গেও উদ্বেগ তৈরি হয়েছে।
আরও পড়ুন- এগরায় বিস্ফোরণ: মারাত্মক আশঙ্কা সুকান্তর! NIA চেয়ে তড়িঘড়ি শাহকে চিঠি
তবে এরাজ্যে বর্ষা ঢোকার দিনক্ষণ সম্পর্কে এখনও স্পষ্ট করে কোনও তথ্য জানায়নি আবহাওয়া দফতর। মৌসম ভবনের তরফেও বাংলায় কবে বর্ষা ঢুকতে পারে সেব্যাপারে কোনও আভাস দেওয়া হয়নি। তবে আবহাওয়াবিদদের একাংশের আশঙ্কা, কেরলে বর্ষার দেরিতে আগমন ঘটলে এরাজ্যেও তার প্রভাব পড়তে পারে। এবছর বাংলাতেও বর্ষার প্রবেশ দিন কয়েক পিছিয়ে যেতে পারে বলে তাঁদের ধারণা।