Operation Shield: ভারত-পাকিস্তান উত্তেজনা আবহে ফের একাধিক রাজ্যে মক ড্রিল! ফের জোরালো সংঘাতের বিরাট ইঙ্গিত?

Operation Shield: 'অপারেশন শিল্ডের' আওতায়, ৩১ মে সীমান্তবর্তী রাজ্য জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে আয়োজিত হতে চলেছে মক ড্রিল।

Operation Shield: 'অপারেশন শিল্ডের' আওতায়, ৩১ মে সীমান্তবর্তী রাজ্য জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে আয়োজিত হতে চলেছে মক ড্রিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Mock Drill.

ভারত-পাকিস্তান উত্তেজনা আবহে ফের একাধিক রাজ্যে মক ড্রিল! ফের জোরালো সংঘাতের বিরাট ইঙ্গিত?

Operation Shield: অপারেশন শিল্ডের আওতায়, ৩১ মে সীমান্তবর্তী রাজ্য জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে মক ড্রিল অনুষ্ঠিত হবে। এই মক ড্রিলটি আগে ২৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশাসনিক কারণে অপারেশন শিল্ড স্থগিত করা হয়। এখন ৩১ শে মে ফের নতুন করে মক ড্রিলের অনুষ্ঠিত হবে। সরকারি সূত্রে খবর, সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা আরও জোরদার করা ও জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির জন্যই আবারও মক ড্রিল অনুষ্ঠিত হচ্ছে।

Advertisment

নয়া নিয়োগের পরীক্ষা বিজ্ঞপ্তি আজই, আন্দোলনের ঝাঁঝ বাড়াতে অর্ধনগ্ন হয়ে মহামিছিলের ডাক চাকরিহারাদের

এর আগে, ৭ মে দেশের ২৪৪টি জেলায় মক ড্রিলের ঘোষণা করা হয়েছিল। কিন্তু তার আগেই, ৬ মে রাতে, সেনাবাহিনী অপারেশন সিন্দুর শুরু করে এবং পাকিস্তানে ৯টি জঙ্গি ঘাঁটি নিশ্চিহ্ন করে দেয়। ভারত সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, অপারেশন সিন্দুরে ১০০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে। অপারেশন সিন্দুরের পর, পাকিস্তান ভারতের উপর ড্রোন হামলা চালায়। টানা দুই রাত ধরে সীমান্তবর্তী এলাকাগুলিকে টার্গেট করে পাকিস্তান। যদিও ভারতীয় সেনা সব কটি ড্রোন হামলা প্রতিহিত করে। 

Advertisment

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দোসর জোরালো হাওয়া, 'হাই অ্যালার্ট' কোন কোন জেলায়?

মক ড্রিল কী?
মক ড্রিল হলো এক ধরণের বিশেষ প্রস্তুতিমূলক পদক্ষেপ যার মাধ্যমে মানুষকে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। এর উদ্দেশ্য হল আগুন, ভূমিকম্প, চিকিৎসা বা জঙ্গি হামলার মতো জরুরি অবস্থার জন্য মানুষকে প্রস্তুত করা। 

Mock-drill india pakistan India Pakistan Tension