মনোনয়নপত্র জমা দিতে না পেরে হতাশ প্রার্থীরা। মনেনায়ন জমা নেওয়ার প্রক্রিয়া জানেন না ব্লক অফিসের কর্মীরা, এমনই অভিযোগ তাঁদের। বিরোধী দলগুলির প্রার্থীরাই শুক্রবার বীরভূমের রামপুরহাট ২ নম্বর ব্লক অফিসে গিয়েছিলেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, চক্রান্ত করে পরে গণ্ডগোল পাকাতেই শুক্রবার তাঁদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি।
রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। শুক্রবার বীরভূমের রামপুরহাট ২ নং ব্লক অফিসে মনেনায়নপত্র জমা গিতে গিয়েছিলেন বিরোধী দলের শতাধিক প্রার্থী। গতকাল মনোয়নপত্র জমা দিতে না পেরে বেশ হতাশ তাঁরা।
আরও পড়ুন- ভোট-পার্বণের শুরুতেই রক্তস্নান বাংলায়! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস কর্মী, ধৃত ২
প্রার্থীদের অভিযোগ, মনোনয়ন পত্র জমা নেওয়ার জন্য নির্ধারিত সংশ্লিষ্ট আধিকারিদের প্রশিক্ষণই দেওয়া হয়নি। মনোনয়ন পত্র যাচাই করে জমা নিতে পারেননি সরকারি কর্মীরা। বিরোধী প্রার্থীদের আরও অভিযোগ, ব্লক অফিসের আধিকারিকেরাও এব্যাপারে কোনও সহযোগিতা করেননি।
এদিকে প্রথম দিনে মনোন়য়নপত্র জমা দিতে না পারায় আগামী দিনেও সুষ্ঠুভাবে মনোনয়ন পত্র জমা দিতে পারা নিয়ে আশঙ্কায় ভুগছেন বিরোধী প্রার্থীরা। বিজেপির অভিযোগ, এটা এক ধরনের ষড়যন্ত্র। যাতে বিরোধীরা মনোনয়ন পত্র জমা দিতে না পারেন।