Mamata Banerjee is challenged by Adhir Chowdhury: স্পষ্ট বিরোধী 'ইন্ডিয়া' জোটের শরিকি বিবাদ। আগামী লোকসভা ভোটে বাংলায় তৃণমূলের সঙ্গে জোট গড়া বা আসন রফার বিরোধিতা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পাশাপাশি নবাবের শহরের বসে তৃণমূলে নেত্রীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বহরমপুরের সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুড়ে দিলেন ওপেন চ্যালেঞ্জ।
২০১৯ লোকসভা ভোটে বাংলায় বহরমপুর ও মালদা দক্ষিণ আসনটি হাত শিবিরের দখলে গিয়েছিল। তৃণমূলের প্রস্তাব ওই দুই আসনই শুধু কংগ্রেসকে ছাড়া হবে। মমতা এবং কংগ্রেস হাই কমান্ডের দ্বিপাক্ষিক আলোচনার কথা জানিয়ে তৃণমূলের প্রস্তাব বৃহস্পতিবার প্রকাশ্যেই বলেছেন অধীর। রাজ্যের শাসক শিবিরের এই প্রস্তাবে সন্তুষ্ট নয় পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতৃত্ব। অধীর চৌধুরীর কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কংগ্রেসকে দু'টো আসন (লোকসভা) দেব। কোন দু'টো আসন (আসন) দেবেন? ওঁকে ও বিজেপিকে হারিয়েই তো ওই দু'টো আসন নিয়েছি আমরা। ওরা আমাদের কি উপকার করছে? কে তাঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) বিশ্বাস করবে? আমাদের নিজেদের ক্ষমতায় আরও অনেক আসনে আমরা লড়তে পারি।'
আরও পড়ুন- তৃণমূল বনাম তৃণমূল ঘটনা পরম্পরা, লাটাইয়ের সুতো ছেড়ে কি পরীক্ষা-নিরীক্ষা?
অধীর চৌধুরী বলেছেন, 'কংগ্রেসকে জেতাতে মমতাই দরকার নেই। কংগ্রেস নিজের দমে লড়তে পারে এবং এর থেকে (দু'টো) বেশি আসন জিততে সক্ষম। আমরা দেখাবো। আমাদের এই দু'টো আসনে মমতার দয়ার দরকার নেই।'
বারাণসীতে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধী বঢরারে ইন্ডিয়া জোটের প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেই প্রসঙ্গেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপেন চ্যালেঞ্জ ছুড়েছেন অধীর চৌধুরী। বলেছেন, 'আসুন, আপনি নিজে আসুন। আপনি প্রিয়ঙ্কা গান্ধীকে বলছেন মোদীর বিরুদ্ধে লড়তে। আমি আপনাকে বলছি, আপনি আসুন এখানে আমার বিরুদ্ধে লড়তে। যে কোনও মামুকে এখানে পাঠিয়ে দাও। যদি হারাতে পারে, রাজনীতি ছেড়ে দেব। কত তাগদ আছে দেখছি আপনার। মালদায় চলুন দেখছি। আপনার দয়ায় আমরা এ সব আসন জিতিনি।'
কংগ্রেসের এই শীর্ষ নেতার দাবি, 'মমতা জোটে থাকতে পারবেন না, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপছন্দ করেন এমন কিছু তিনি কখনই করবেন না।'
আরও পড়ুন- মিমিক্রি করা তৃণমূলের কল্যাণকে শুভেচ্ছা উপরাষ্ট্রপতি ধনখড়ের! সস্ত্রীক নৈশভোজে আমন্ত্রণও
বহরমপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অধীর চৌধুরী বলেন, 'দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) রাজ্যে জোটের সম্ভাবনা নষ্ট করছেন। তিনি যা বলেছেন তা শুনলে বোঝা যাবে তিনি জোট চাননি। তাঁর দল বলছে যে তারা জাতীয়ভাবে জোটে আগ্রহী, কিন্তু বাংলায় নয়। এটা স্পষ্ট যে মুখ্যমন্ত্রী এখানে জোট চান না।'
তৃণমূলের তরফে দেওয়া দু'টি আসনের 'প্রস্তাব' উড়িয়ে অধীর চৌধুরী। বহরমপুর, মালদা উত্তর ছাড়াও প্রদেশ কংগ্রেসের নজরে রয়েছে রায়গঞ্জ, পুরুলিয়া, দার্জিলিং, বসিরহাট সহ আরও বেশ কয়েকটি বাংলার লোকসভা আসন।
অধীরের চ্যালেঞ্জের প্রেক্ষিতে বৃহস্পতিবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'অধীর চৌধুরী কেন এত দিন দক্ষিণ কলকাতায় এসে দাঁড়াননি? সুতরাং এ সব কথা অর্থহীন। আর ২০২১ সালে তৃণমূল আলাদা লড়ে সরকার গড়েছে। সিপিএমের সঙ্গে জোট করে অধীর পেয়েছিলেন শূন্য।'
আরও পড়ুন- তৃণমূল ‘সেনাপতি’কে বাঁদরের সঙ্গে তুলনা প্রবীণ বিধায়ক আব্দুল করিমের, কুণালকে বহিষ্কারের দাবি