Advertisment

এ বছরে শহরে প্রথম অঙ্গদান, শিক্ষিকার কিডনি-লিভারে বাঁচবে আরও জীবন

শুক্রবার রাতে সুমিতা দেবীর ব্রেন ডেথ হয়েছে বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তারপরই তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নেয় বসু পরিবার। সুমিতাদেবীর ২টি কিডনি ও লিভার দান করা হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
brain death, ব্রেন ডেথ

শুক্রবার রাতে ব্রেন ডেথ হয় সুমিতা বসুর।

নয়াবাদের বাসিন্দা সুমিতা বসুর হাত ধরে আবারও অঙ্গ প্রতিস্থাপনের সাক্ষী হচ্ছে এ শহর। পেশায় শিক্ষিকা সুমিতা বসুর(৫৪) কিডনি ও লিভার পেয়ে নতুন জীবন পাবেন অন্যরা। শুক্রবার রাতে সুমিতা দেবীর ব্রেন ডেথ হয়েছে বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তারপরই তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নেয় বসু পরিবার। সুমিতাদেবীর ২টি কিডনি ও লিভার দান করা হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এ বছরে এই প্রথমবার এ শহরে অঙ্গপ্রতিস্থাপন করা হচ্ছে।

Advertisment

কী হয়েছিল? সুমিতাদেবীর ছেলে অভিরাজ বসু ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন, ‘‘গত ২২ জানুয়ারি মা স্কুল থেকে ফিরছিলেন। আমাদের পাড়ার কাছেই হঠাৎই পড়ে যান। স্থানীয়রাই মাকে দেখতে পেয়ে ছুটে যান প্রথমে। তারপরই দেখি যে অনেক রক্তপাত হয়েছে। মায়ের মাথায় বেশ খানিকটা রক্ত জমাট বেঁধেছিল। সেদিন রাতেই মাকে আর এন টেগোর হাসপাতালে ভর্তি করি। ওঁকে আইটিইউ-তে রাখা হয়। চিকিৎসকরা জানান যে মায়ের ম্যাসিভ ব্রেন হেমারেজ হয়েছে। ওঁরা এও জানান যে, বাঁচার সম্ভাবনা ক্ষীণ।’’ এরপরই অভিরাজ বলেন, ‘‘গতরাতে চিকিৎসকরা জানান, মায়ের ব্রেন ডেথ হয়েছে।’’

আরও পড়ুন, রাজ্যে প্রথম চারটি অঙ্গ প্রতিস্থাপন চারজনের শরীরে

অঙ্গদান প্রসঙ্গে অভিরাজ বলেন, ‘‘মায়ের ব্রেন ডেথ হয়েছে, একথা জানার পরই আমরা অঙ্গদানের সিদ্ধান্ত নিই। কারণ, মায়ের অন্য অঙ্গগুলো ঠিক রয়েছে। তাই এই সিদ্ধান্ত নিলাম। মায়ের দুটি কিডনি ও লিভার দান করা হচ্ছে। একটি কিডনি ও লিভার এসএসকেএমের রোগীকে দান করা হচ্ছে। আরেকটি কিডনি আরএন টেগোর হাসপাতালেরই এক রোগীকে দান করা হবে।’’

kolkata news
Advertisment