scorecardresearch

দারুণ সাড়া! ১৯ দিনে আদায় ১০.৫ কোটিরও বেশি ট্র্যাফিক জরিমানা

প্রথম ১৯ দিনে ২৮ লক্ষেরও বেশি বকেয়া ট্র্যাফিক জরিমানা সংক্রান্ত মামলা মেটানো হয়েছে। ১০.৫ কোটিরও বেশি টাকা বকেয়া ট্র্যাফিক জরিমানা হিসেবে আদায় করা হয়েছে।

দারুণ সাড়া! ১৯ দিনে আদায় ১০.৫ কোটিরও বেশি ট্র্যাফিক জরিমানা

বকেয়া ট্র্যাফিক জরিমানা আদায় করতে শহরবাসীর দুর্বলতা আন্দাজ করে ‘ছাড়’ দেওয়ার কৌশল নিয়েছিল কলকাতা ট্র্যাফিক পুলিশ। সেই মতো প্রথমবার ‘ওয়ান টাইম ট্র্যাফিক ফাইন সেটলমেন্ট স্কিম’ চালু করে লালবাজার। ১ ডিসেম্বর থেকে চালু হওয়া সেই অভিনব পরিষেবার হাত ধরে প্রথম চারদিনেই ‘অভাবনীয়’ সাফল্য পেয়েছিল কলকাতা ট্র্যাফিক পুলিশ। এবার এই পরিষেবার হাত ধরে বকেয়া জরিমানা আদায়ে আরও সাফল্য মিলল।

প্রথম ১৯ দিনে ২৮ লক্ষেরও বেশি বকেয়া ট্র্যাফিক জরিমানা সংক্রান্ত মামলা মেটানো হয়েছে। ১০.৫ কোটিরও বেশি টাকা বকেয়া ট্র্যাফিক জরিমানা হিসেবে আদায় করা হয়েছে। বুধবার একথাই জানানো হয়েছে লালবাজারের তরফে। এ প্রসঙ্গে কলকাতার নগরপাল রাজীব কুমার এক সাংবাদিক বৈঠকে বলেন, “যতটা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি সাড়া মিলছে। গত কয়েকদিনে রোজ এক কোটি টাকা করে জরিমানা আদায় হয়েছে।”

বকেয়া জরিমানা যেমন আদায় করা হচ্ছে, তেমনই এ সংক্রান্ত বহু অভিযোগও জমা পড়ছে বলে জানা গিয়েছে। ট্র্যাফিক জরিমানা সংক্রান্ত বহু অভিযোগের নিষ্পত্তিও করা হয়েছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: ৪.৭৫ লক্ষ বকেয়া ট্র্যাফিক মামলার নিষ্পত্তি ৪ দিনেই!

প্রশ্ন উঠেছিল, এত ভাল সাড়া মিলছে যখন, তাহলে কি এই পরিষেবার মেয়াদ বাড়ানো হবে? জবাবে কলকাতা পুলিশের এক আধিকারিক অবশ্য বললেন, “সময়সীমা বাড়ানো হবে না।”

উল্লেখ্য, লালবাজারের তরফে জানানো হয়েছিল যে, ১৫ নভেম্বর পর্যন্ত যাঁদের ট্র্যাফিক জরিমানা বকেয়া রয়েছে, তাঁরা যদি ১ ডিসেম্বর থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে তা মেটান, তবে মোটা ছাড় পাবেন। ১ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত প্রথম ৪৫ দিনের মধ্যে যাঁরা বকেয়া ট্র্যাফিক জরিমানা মেটাবেন, তাঁরা ৬৫ শতাংশ ছাড় পাবেন। অর্থাৎ, জরিমানার মাত্র ৩৫ শতাংশ দিলেই হবে। ধরুন, কারও জরিমানা ১,০০০ টাকা, তাহলে তাঁকে দিতে হবে ৩৫০ টাকা। কারও ২,০০০ টাকা জরিমানা থাকলে ৭০০ টাকা দিলেই হবে।

আরও পড়ুন: ট্র্যাফিক ফাইন দেন নি? এবার দিন, মোটা ছাড় পাবেন

দ্বিতীয় দফায় ১৫ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া জরিমানা মেটালে মিলবে ৫০ শতাংশ ছাড়। অর্থাৎ, ১,০০০ টাকা জরিমানা থাকলে দিতে হবে ৫০০ টাকা। ১৩ ফেব্রুয়ারির পর এই সুযোগ থাকবে না।

লালবাজারের তরফে আরও জানানো হয়েছে যে, অনলাইনে টাকা জমা দেওয়া যাবে। তাছাড়া ২৫ টি ট্র্যাফিক গার্ড ও লালবাজারে গিয়েও মেটানো যাবে জরিমানা। বেশ কিছু বিশেষ আউটলেট খোলার ভাবনাও রয়েছে বলে খবর।

অন্যদিকে, এ শহরে আগামী ৬ জানুয়ারি তাদের জনপ্রিয় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ উদ্যোগের অধীনে ‘হাফ ম্যারাথন’-এর আয়োজন করছে কলকাতা পুলিশ। ম্যারাথনের জন্য বানানো হয়েছে বিশেষ জার্সি। লালবাজারে সেই জার্সিই এদিন উদ্বোধন করেন টলিউড অভিনেতা কোয়েল মল্লিক ও আবির চট্টোপাধ্যায়, সঙ্গে ছিলেন নগরপাল ও অন্যান্য উচ্চপদস্থ পুলিশকর্তা।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Overwhelming response kolkata police traffic fine payment scheme