Padma Award 2025: পদ্ম পুরষ্কারে সম্মানিত অরিজিৎ সিং, বাংলা থেকে আর কোন কোন দিকপাল পাচ্ছেন সর্বোচ্চ নাগরিক সম্মান?

Padma Award 2025: প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। প্রতি বছরের মতো এবারও দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম পুরষ্কারে কারা সম্মানিত হবেন তার ঘোষণা হয়ে গেল ।

Padma Award 2025: প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। প্রতি বছরের মতো এবারও দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম পুরষ্কারে কারা সম্মানিত হবেন তার ঘোষণা হয়ে গেল ।

author-image
IE Bangla Web Desk
New Update
Padma Award 2025

পদ্ম পুরষ্কারে সম্মানিত অরিজিৎ সিং, বাংলা থেকে আর কোন কোন দিকপাল পাচ্ছেন সর্বোচ্চ নাগরিক সম্মান? Photograph: (ফাইল ছবি)

Padma Award 2025: প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। প্রতিবারের মতো এবারও দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম পুরষ্কারে কোন কোন দিকপাল সম্মানিত হবেন তার ঘোষণা হয়ে গেল । আগামী মার্চ বা এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিকপালদের হাতে পদ্ম পুরষ্কার তুলে দেবেন। পদ্ম পুরস্কার তিনটি বিভাগে দেওয়া হয়, যথা পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী।

Advertisment

শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকার পদ্ম পুরস্কার ২০২৫- প্রাপকদের নাম ঘোষণা করেছে। তালিকা অনুসারে ৭ জনকে পদ্মবিভূষণ, ১১৩ জনকে পদ্মশ্রী এবং ১৯ জনকে পদ্মভূষণ প্রদান করা হয়েছে। মোট ১৩৯ জন ব্যক্তিত্বকে 'পদ্ম পুরষ্কারে' ভূষিত করা হয়েছে। এটি দেশের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানগুলির মধ্যে একটি, যা তিনটি বিভাগে দেওয়া হয় - পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী।

বাংলার পদ্ম পুরষ্কার প্রাপকদের তালিকায় রয়েছেন 

Advertisment

অরিজিৎ সিং (আর্ট), গোকুলচন্দ্র দাস (আর্ট), মমতা শঙ্কর (আর্ট) নগেন্দ্রনাথ রায় (সাহিত্য শিক্ষা), পবন গোয়েঙ্কা- ( ব্যবসা বাণিজ্য ), সজ্জন ভজঙ্ক (ব্যবসা বাণিজ্য)
স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ) (আধ্যাত্মিকতা), বিনায়ক লোহানি (সমাজ সেবা) তেজেন্দ্রনারায়ণ মজুমদার (আর্ট)

এছাড়াও তালিকায় রয়েছেন প্যারালিম্পিয়ান হরবিন্দর সিং, হিমাচলপ্রদেশের আপেল চাষি হরিমান শর্মা, ভোজপুরের সমাজকর্মী ভীমসিং ভবেশ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ নীরজা ভাটলা, ট্রাভেল ভ্লগার হিউ এবং কলিন গ্যান্টজ়ার, যোগা ট্রেনার সইখা আজ আল সাভা, নেপালি সঙ্গীতশিল্পী নরেন গুরুং, ভক্তি সঙ্গীত শিল্পী ভেরু সিং চৌহান, ঔপন্যাসিক জগদীশ জোশিলা প্রমুখ। শনিবার এক সরকারি বিবৃতিতে এই তথ্য দেওয়া হয়। শিল্প, সমাজসেবা, জনসেবা, বিজ্ঞান, শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, খেলাধুলা, সিভিল সার্ভিস ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের এই বিশেষ পুরষ্কার প্রদান করা হয়। পদ্ম পুরষ্কার তিনটি বিভাগে বিভক্ত - পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। 

দেখুন সম্পূর্ণ তালিকা-

Padma Award