Padma Awards 2024: এবছর পদ্ম সম্নান প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে গতকালই। সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের বেছে নেওয়া হয় এই বিশেষ পুরস্কারগুলির জন্য।
এবছর পশ্চিমবঙ্গ থেকে পদ্ম সম্মান পেয়েছেন অভিনেতা-রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। পদ্ম সম্নানে ভূষিত হয়েছেন প্রখ্যাত গায়িকা ঊষা উত্থুপও (Usha Uthup)। এঁরা দু'জন ছাড়াও বাংলা থেকে পদ্মশ্রী সম্মান পেয়েছেন আটজন। মরণোত্তর পদ্মভূষণ (Padma Bhushan) পেয়েছেন সত্যব্রত মুখোপাধ্যায়।
এবছর পশ্চিমবঙ্গ থেকে আটজন পেয়েছেন পদ্মশ্রী সম্মান (Padma Award)। তাঁরা হলেন, পুরুলিয়া জেলার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি, ছৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর। নেপালচন্দ্র সূত্রধরকে মরণোত্তর এই সম্মান দেওয়া হচ্ছে। মৃৎশিল্পী সনাতন রুদ্রপাল (Sculptor Sanatan Rudra Pal) ও ভাদুশিল্পী রতন কাহারকে দেওয়া হয়েছে পদ্মশ্রী (Padma Shri) সম্মান। এরাজ্যে থেকেই বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে পদ্মশ্রী সম্মান পেয়েছেন একলব্য শর্মা ও নারায়ণ চক্রবর্তী। শিল্পে পদ্মশ্রী সম্মানে ভূষিত তাকদিরা বেগম এবং গীতা রায় বর্মন।
আরও পড়ুন- Batukeshwar Dutta: ভগৎ সিংকে নিয়ে ১৮ দিন লুকিয়েছিলেন এগ্রামেই, সাধারণতন্ত্র দিবসে বীরবিপ্লবী বটুকেশ্বর দত্তকে শ্রদ্ধার্ঘ্য
এবছর কেন্দ্রীয় সরকারের তরফে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে অভিনেতা-রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তীকে। পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন বাংলার সংগীতশিল্পী ঊষা উত্থুপও। এছাড়াও পদ্মবিভূষণ সম্নান পেয়েছেন বেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu), দক্ষিণ ভারতের অভিনেতা চিরঞ্জীবী (Chiranjeevi)-সহ অন্যরা।