pahalgam attack news: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। গতকাল বিকেল আনুমানিক ২টা ৫০ মিনিট নাগাদ, ৪-৬ অস্ত্রধারী জঙ্গি পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালায়। তারা মূলত হিন্দু পর্যটকদেরই নিশানা করেছিল। মুসলিম ও অমুসলিমদের আলাদা করতে পর্যটকদের ধর্মীয় পরিচয়ও যাচাই করে জঙ্গিরা। নিহতদের তালিকায় রয়েছেন ৩ বাঙালি পর্যটক।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের ৩ পর্যটকের। পুরুলিয়ার মণীশ রঞ্জন মিশ্র রয়েছেন নিহতদের তালিকায়। মণীশের বাড়ি পুরুলিয়ার ঝালদার ৫ নম্বর ওয়ার্ডে। মণীশ ইন্টেলিজেন্স ব্যুরোর একজন অফিসার ছিলেন। কর্মসূত্রে পরিবার নিয়ে হায়দ্রাবাদে থাকতেন তিনি। নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন মণীশ। পরিবার নিয়ে পহেলগাঁওতে বেড়াতে গিয়েছিলেন তিনি।
সেখানেই তাঁর স্ত্রী-সন্তানের সামনে জঙ্গিরা তাকে গুলি করে খুন করে। জানা গিয়েছে, মনীশের পরিবারের অন্যান্য সদস্যরাও তাঁর সঙ্গে কাশ্মীরে দেখা করবেন বলে সড়কপথে রওনা দিয়েছিলেন। ঝালদা থেকেই তাঁরা কাশ্মীরের উদ্দেশে যাচ্ছিলেন। তবে মাঝপথে এই হত্যাকাণ্ডের খবর পান মনীশের পরিবারের সদস্যরা। তারপরেই তাঁরা ফিরে আসেন। মণীশের এই মর্মান্তিক পরিণতিতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন- pahalgam terror attack: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যু! কোচি থেকে কানপুর, কলকাতা থেকে রায়পুর হাহাকার সর্বত্র
জঙ্গি হামলায় নিহত হয়েছেন কলকাতার বৈষ্ণবঘাটা এলাকার বাসিন্দা বিতান অধিকারীর। বিতান আমেরিকার ফ্লোরিডায় একটি তথ্য প্রযুক্তি সংস্থার চাকরি করতেন। গত ৮ এপ্রিল কাশ্মীরে বেড়াতে যাবেন বলে তিনি দেশে ফিরেছিলেন। স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে তিনিও গিয়েছিলেন কাশ্মীরে বেড়াতে। সেখানে জঙ্গিদের নিশানা হন বিতান। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হয়েছেন বেহালার বৈশালী পার্ক এলাকার বাসিন্দা সমীর গুহও।
আরও পড়ুন- Pahalgam terror attack: পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কান্নার রোল বাংলায়! ধর্মীয় পরিচয় জেনে গুলি? বিস্ফোরক দাবি সূত্রের
এদিকে, এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী মোদী হামলাকারীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেন এবং বলেন, "এই জঘন্য কাজের জন্য দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে"। কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এই হামলাকে, "মানবতার বিরুদ্ধে অপরাধ" বলে অভিহিত করেন ।এই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহল থেকেও নিন্দা জানানো হয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য বিশ্বনেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ভারতীয় জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
আরও পড়ুন- Dilip Ghosh: 'কেন বেগার খাটতে যাবেন?', চাকরিহারাদের বললেন দিলীপ, মুখ্যমন্ত্রীকে তুলোধনা