তালেবান মন্ত্রী মুত্তাকি ভারতে আসায় ক্ষুব্ধ পাকিস্তান? কাবুল সহ তিনটি শহরে বিমান হামলা

কাবুল সহ তিনটি শহরে বিমান হামলা চালালো পাকিস্তান। মুত্তাকির ভারত সফরের সময়ই চরম উত্তেজনা। আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।

কাবুল সহ তিনটি শহরে বিমান হামলা চালালো পাকিস্তান। মুত্তাকির ভারত সফরের সময়ই চরম উত্তেজনা। আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।

author-image
IE Bangla Web Desk
New Update
iran, us strikes iran nuclear site, iran israel war latest, iran israel war live updates, iran israel war live, Iran Israel war 2025, iran israel conflict, Iran Israel war live, Iran Israel attacks,Trump Iran strike decision, iran israel missile, middle east news"

কাবুল সহ তিনটি শহরে বিমান হামলা।

তালেবান মন্ত্রী মুত্তাকি ভারতে আসায় ক্ষুব্ধ পাকিস্তান? কাবুল সহ তিনটি শহরে বিমান হামলা। 

Advertisment

কাবুল সহ তিনটি শহরে বিমান হামলা চালালো পাকিস্তান। মুত্তাকির ভারত সফরের সময়ই চরম উত্তেজনা। আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক এলাকায় পাকিস্তান বিমান বাহিনী বিমান হামলা চালিয়েছে বলেই খবর। রিপোর্ট অনুযায়ী, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর শীর্ষ কমান্ডারদের নির্মূল করতে আফগানিস্তানের রাজধানী কাবুল সহ তিনটি শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তালেবানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের সময় এই হামলাটি ঘটে। 

Advertisment

পাকিস্তানি সংবাদপত্র ডন আফগান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে কাবুল শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, যে গত রাতে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে, পাকিস্তানের এই হামলার পর, আফগানিস্তান স্পষ্ট করে জানিয়েছে যে তাদের কোনও ক্ষতি হয়নি। বৃহস্পতিবার রাতে তালেবান কর্মকর্তারা জানিয়েছেন যে রাত ১০টার ঠিক আগে বিস্ফোরণটি ঘটে।

আরও পড়ুন-ট্রাম্পের 'মৃত অর্থনীতি'র মন্তব্যকে উড়িয়ে দিলেন স্টারমার, তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে ভারত, বিরাট মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর

pakistan Kabul