Advertisment

পালসিটে পথদুর্ঘটনা, জখম বাংলার তিন প্রাক্তন মহিলা ক্রিকেটার

জখম বাংলার মহিলা ক্রিকেট দলের তিন নির্বাচক সহ চারজন। আহতদের বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে পালসিটের কাছে ভয়াবহ পথদুর্ঘটনা। ছবি: মনতোষ পোদ্দার

:yf cবর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের পালসিটের কাছে ভয়াবহ পথদুর্ঘটনা। জখম বাংলার মহিলা ক্রিকেট দলের তিন নির্বাচক সহ চারজন। আহতদের বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisment

publive-image পালসিটে পথদুর্ঘটনা

রবিবার বীরভূমের দুবরাজপুরের বড়গুনসিমাতে একটি ক্রিকেট সিলেকশন ক্যাম্প হওয়ার কথা ছিল। সেখানেই যোগদান করতে যাচ্ছিলেন পূর্নিমা চৌধুরী (৫০), শ্যামা সাউ (৫২) ও চন্দনা মুখোপাধ্যায় (৫০)। এরা প্রত্যেকেই বাংলার প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে সিএবির মহিলা ক্রিকেটের নির্বাচকমণ্ডলীর সদস্য। কলকাতা থেকে সিউড়ি যাওয়ার পথে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের পালসিটের কাছে একটি লরি ধাক্কা মারে চার চাকা গাড়িটিকে। দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িটির সামনের দিক। জখম ওই গাড়ির চালক বিশ্বজিৎ পারিদা (৩৫)।

publive-image জখম বাংলার তিন প্রাক্তন মহিলা ক্রিকেটার

পালসিট ক্যাম্পের পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মরত শ্রমিকরা আহতদের উদ্ধার করে বর্ধমানের একটি হাসপাতালে ভর্তি করেন। পরে আহতদের ভর্তি করা হয় বাইপাসের ধারের এক হাসপাতালে। দুর্ঘটনার জেরে গুরুতর জখম বাংলার মহিলা ক্রিকেট দলের নির্বাচক চন্দনা মুখোপাধ্যায়।

accident West Bengal
Advertisment