Panagarh Accident Case Updates: কয়েক মাস আগেই স্বামীর মৃত্যু, এবার না ফেরার দেশে মেয়েও, সব হারিয়ে আজ নিঃস্ব মহিলা

Panagarh Accident Case Updates: পেট্রোল পাম্প থেকেই বারে বারে সাদা গাড়িটি আমাদের গাড়িটিকে ওভারটেক করে। যখন তেল ভরে পেট্রোল পাম্প থেকে গাড়ি নিয়ে বেরোতে যাই তখনই আমাদের গাড়িটিকে বাঁ দিকে চেপে দেয়।

author-image
IE Bangla Web Desk
New Update
neighbors cannot accept daughters death chandannagore girls Death news updates

নাচ ছিল সবচেয়ে প্রিয়, আদরের 'মামে'র এভাবে চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না প্রতিবেশিরা

Panagarh Accident Case Updates: "পেট্রোল পাম্প থেকেই বারে বারে সাদা গাড়িটি আমাদের গাড়িটিকে ওভারটেক করে। যখন তেল ভরে পেট্রোল পাম্প থেকে গাড়ি নিয়ে বেরোতে যাই তখনই আমাদের গাড়িটিকে বাঁ দিকে চেপে দেয় কিছু দূর গিয়ে আচমকা ব্রেক কষে"। তরুণী মৃত্যুতে বিস্ফোরক বয়ান গাড়ির চালকের। 

Advertisment

দুর্ঘটনার পর ওই গাড়ি চালক দাবি করেন, "পেট্রোল পাম্প থেকে বেরোনোর পরেই ওদের গাড়িটা (যুবকদের গাড়ি) আমাদের গাড়িতে এসে ধাক্কা দেয়। ম্যাডামের দিকে হাত নেড়ে অশ্লীল ইঙ্গিত করছিল ওরা। আমি গাড়ি থামালে ওরা ম্যাডামকে নামিয়ে তুলে নিয়ে চলে যেতে পারত।" এদিকে গোটা ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে মৃতার মা। মাত্র ৮ মাস আগেই স্বামীকে হারিয়েছেন। এবার পথদুর্ঘটনায় মেয়ের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই বাকরুদ্ধ তিনি। এদিকে গোটা ঘটনা প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনরেটের এসিপি সুমন জওসয়াল বলেন, ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপাতত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।  

মিক্সার গ্রাইন্ডার অর্ডার করাই কাল হল মহিলার, সাইবার জালিয়াতির ফাঁদে খোয়ালেন ৫২ হাজার

রাজ্যে ফের বড়সড় প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু তরুণীর। চন্দননগরের বাসিন্দা ওই তরুণীর নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায়। পেশায় তিনি ছিলেন একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী। রবিবার গভীর রাতে একটি গাড়িতে অন্য চারজনের সঙ্গে চন্দননগর থেকে গয়ার উদ্দেশে রওনা দেন তাঁরা।পূর্ব বর্ধমানের বুদবুদে পেট্রোল পাম্পে তেল ভরানোর সময় থেকে সুতন্দ্রাদের গাড়ি ফলো করতে শুরু করে আরও একটি গাড়ি। সেই গাড়িতে থাকা যুবকরা মদ্যপ ছিলেন বলে দাবি। ওই গাড়িটি সুতন্দ্রাদের গাড়িকে ধাওয়া করে। নিয়ন্ত্রণ হারিয়ে সুতন্দ্রাদের গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় সুতন্দ্রার।

Advertisment

চন্দননগরের ২ নম্বর ওয়ার্ডের নাড়ুয়া রায়পাড়ার পুরোনো দোতলা বাড়িতে আজ শোকের ছায়া নেমে এসেছে। সরু একচিলতে গলির ধারে বাড়িটির বাইরে এলাকার মানুষজন এবং মিডিয়ার ভিড়। বাড়ির ভিতরে দুই বৃদ্ধা একরাশ চিন্তা নিয়ে বসে আছেন। বাড়ির কনিষ্ঠ সদস্যার মর্মান্তিক খবর এখনও তাঁদের কানে পৌঁছায়নি। গতকাল রাতে নিজস্ব ট্রুপ নিয়ে প্রোগ্রাম করতে বেরিয়েছিলেন ওই বাড়ির মেয়ে বছর ২৭ এর সুতন্দ্রা চট্টোপাধ্যায়। গন্তব্য ছিল গয়া। গতকাল রাতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

accident Chandannagar