পঞ্চায়েত ভোটে তুমুল অশান্তির হয়েছে বাংলাজুড়ে। ঝরে গিয়েছে ৩৮টি প্রাণ। ফের হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। এই পরিস্থিতিতে ফের এ রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। চার সদস্যের বিজেপির ওই দলে থাকছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, বিজেপির সহ সভাপতি রেখা ভার্মা ও সাংসদ রাজদীপ রায়।
বাংলার ভিন্নপ্রান্তে ঘুরে, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে ওই টিম রিপোর্ট দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে।
কবে রাজ্যের আসবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম? এখনও স্পষ্ট করা না হলেও বিজেপি-র পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের দিনই বাংলায় আসছে বিজেপির প্রতিনিধি দল।
বিজেপির তরফে এ রাজ্যে প্রতিনিধি দল পাঠানোর কথা ঘোষণা হতেই সরব হয়েছে তৃণমূল। জোড়া-ফুলের তরফে প্রশ্ন, মণিপুরে কি এমন কোনও দল পাঠাচ্ছেন বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা? তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'মণিপুরে হিংসা থামার নাম নিচ্ছে না। তিনশ-র বেশি মানুষ মারা গিয়েছেন। অথচ সেখানে বিজেপির কোনও ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাচ্ছে না কেন?'
আরও পড়ুন- ভাঙড়ে নজিরবিহীন অভিযোগ, প্রশিক্ষণ ছাড়াই গণনার কাজে বসবেন ভোটকর্মীরা!
আরও পড়ুন- পুনর্নির্বাচনের দিনই বেজায় অস্বস্তি তৃণমূলের, ভয়ঙ্কর অভিযোগে এনআইএ-র জালে জোড়া-ফুল প্রার্থী
আরও পড়ুন- বিরাট ধাক্কা অভিষেকের, কুন্তলের চিঠি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের