পঞ্চায়েত ভোটের আগে গন্ডগোল থামছেই না বাংলায়। পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে প্রার্থীদের হুমকি-ভয় দেখানোর অভিযোগ বার বার করে যাচ্ছে বিরোধী দলগুলি। এবার এমনই অভিযোগ তুলে সরব হল বিজেপি। ঝাড়গ্রামে জেলা পরিষদে দাঁড়ানো ক্যানসার আক্রান্ত প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সাঁকরাইল থানার ওসি খোন্দকার সইফুদ্দিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে প্রার্থীকে মারধরের অভিযোগ তুলেছেন। ভিডিও টুইট করেছেন শুভেন্দু। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীকে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে।
জানা গিয়েছে, শুভঙ্কর মাহাতো নামে ঝাড়গ্রাম জেলা পরিষদের ১১ নম্বর আসনে দাঁড়ানো বিজেপি প্রার্থীকে তাঁর শিশু-পরিবারের সামনেই মারধর করে। ক্যানসার আক্রান্ত শুভঙ্কর মাহাতো কুড়মি সম্প্রদায়ের মানুষ। বিজেপির অভিযোগ, সাঁকরাইলে পাত্র এলাকায় নিজের বাড়ি ফেরার সময়ে তাঁকে আটকায় পুলিশ। সেখানে ছিলেন সাঁকরাইল থানার ওসিও। সেখানেই তাঁকে বিনা কারণে মারধর করা হয় বলে অভিযোগ।
শুভেন্দু টুইটে অভিযোগ করেছেন, প্রার্থীকে ভোটে দাঁড়ানোর জন্য হুমকি দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও ভোটে দাঁড়ানোয় মারধর করা হয়েছে। সুকান্ত টুইটে লিখেছেন, বিজেপি প্রার্থী, 'ক্যান্সার আক্রান্ত রুগীকে অমানবিক প্রহার বাংলার দলদাস পুলিশের! বিরোধী শূন্য পঞ্চায়েত গড়তে তৃণমূলী সন্ত্রাসবাদীদের সাথে হাতে হাত মিলিয়েছে মমতার চটি চাটা প্রশাসন।'