Advertisment

বেনজির, কমিশনের দফতরে তুলকালাম, নিজে হাতে ব্যারিকেডের দড়ি খুললেন শুভেন্দু

কমিশনার রাজীব সিনহা-কে মুখ্যমন্ত্রী মমতার 'পোষ্য' বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
panchayat election 2023 suvendu adhikari state election commission bjp , বেনজির, কমিশনের দফতরে তুলকালাম, নিজে হাতে ব্যারিকেডের দড়ি খুললেন শুভেন্দু

ব্যারিকেডের দড়ি খুলছেন শুভেন্দু অধিকারী। ছবি- পার্থ পাল

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য নির্বাচন কমিশনের সামনে বেনজির দৃশ্য দেখা গেল। যেসব প্রার্থী মনোনয়ন জমা করতে পারেননি তাঁদের নিয়ে কমিশনের দফতরের সামনে হাজির হয়েছিলেন সুকান্ত মজুমদার। দলীয় কর্মীদের নিয়ে সেই সময় হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এরপরই কলকাতায় কমিশন দফতরেরর সামনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। কমিশনের দফতরে বিজেপি নেতা-কর্মীরা যাতে ঢুকতে না পারে তার জন্য পুলিশ আগে থেকেই ব্যারিকেড করে রেখেছিল। প্রথমে সেই ব্যারিকেড নিজে হাতে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন শুভেন্দু অধিকারী। পরে ব্যারিকেডের দড়ি খুলে দেন নিজে হাতে।

Advertisment

এরপর রাজ্যের বিভিন্ন প্রান্তে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে কথা বলতে কমিশন দফতরে ঢোকেন কথা বলতে। কিছুক্ষণ পর বেরিয়ে এসে ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা। রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের 'পোষ্য' বলে কটাক্ষ করেন। শুধু তাই নয়, কমনিশন তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে বলে অভিযোগ করেন। ১৪৪ ধারা সত্ত্বেও রোজ কীভাবে রক্ত ঝরছে তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতার অভিযোগ করেন, 'রাজ্যের শাসকদল, কমিশন এবং পুলিশ মিলে বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মনোনয়ন জমা দিতে দিচ্ছে না। ২০ হাজর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলকে জিতিয়ে দেওয়াই এদের লক্ষ্য।'

এই সময় উত্তেজনা চরমে পৌঁছয়। কমিশনের দফতরের সামনেই 'জয় শ্রী রাম' স্লোগান শোনা যায়। রাজ্য পুলিশের উদ্দেশে 'হায় হায়' ধ্বনি দেওয়া হয়। শুভেন্দুর দাবি, 'আদালত স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দিয়েছে। কিন্তু স্পর্শকাতর এলাকা বলে কিছু রয়েছে, তা মানতেই চাইছে না কমিশন। হাইকোর্ট অভিযোগ জমা নেওয়ার ব্যবস্থা করতে বললেও, কমিশনে তেমন কিছু নেই।'

শুভেন্দুর দাবি, 'যাঁর মনোনয়ন জমা দিতে পারেননি, কমিশনের দফতরেই মনোনয়নপত্র জমা নিতে হবে।' আশান্তি রুখতে ও মনোনয়নে অশান্তি থামাতে কমিশনের পদক্ষেপ না হলে বৃহস্পতিবার থেকে কমিশন দফতরের সামনে হাজার হাজার মানুষের ভিড় জমবে বলে হুঁশিয়ারি দেন বিরোদী দলনেতা। এদিনও 'নো ভোট টু মমতা' সুর বেঁধে দেন কমিশনের দফতরে। মমতাকে ভোট লুঠ না করতে দেওয়াই তাঁর চ্যালেঞ্জ বলে দাবি করেন।

bjp Suvendu Adhikari Bengal BJP State Election Commission bengal panchayat election 2023 panchayat election 2023
Advertisment