পঞ্চায়েতের টিকিট বিবাদে অশান্তি গাজোলে, দলীয় কার্যালয় ভাঙচুর করল যুব তৃণমূল কর্মীরা

ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

author-image
Subhamay Mandal
New Update
Panchayat Election 2023: TMC party valdalised by youth workers in Maldah

যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের টিকিট দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে ভাঙচুর করা হয় পার্টি অফিস। ছবি- মধুমিতা দে

প্রার্থী নিয়ে বিবাদ তৃণমূল পার্টি অফিসে চলল ভাঙচুর। মালদহের গাজোল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় ভাঙচুর। টিকিট নিয়ে বিবাদ। সেই বিবাদের জেরে ভাঙচুর। যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের টিকিট দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে ভাঙচুর করা হয় পার্টি অফিস।

Advertisment

জানা গিয়েছে, ৮ জুন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়েছে। এর আগে থেকেই সব রাজনৈতিক দল তাদের নির্বাচনী সংক্রান্ত সমস্ত কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে প্রার্থী ঠিক হয়েছে। তবে ঘোষণা হয়নি। এদিন গাজোলের যুব তৃণমুল কর্মীদের অভিযোগ গাজোলের ব্লক সভাপতি দীনেশ টুডুকে প্রার্থী ঠিক করার আলোচনা সভায় বলা হয়েছিল, যুব তৃণমুল কর্মীদের পাঁচজনকে পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়া হোক।

তৃণমুল সুত্রে খবর, সোমবার তৃণমুলের প্রার্থী ঘোষণা হবে। তার আগে রবিবার দীনেশ টুডু বিভিন্ন টালবাহানা করছে। ফোন ধরছেন না আবার কখনও বলছেন শহরে আছেন। কিন্তু তাঁরা রাত পর্যন্ত শহরের ছিলেন। তারপরও সে ফোন ধরেনি কিছুই করছেন না। এরপর গাজোল তৃণমুল পার্টি অফিসে চড়াও হয়ে যুব তৃণমূল কর্মীরা ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Advertisment

আরও পড়ুন বাংলায় দুয়ারে অশান্তি: ২০১৮ পঞ্চায়েত ভোট ফিরে দেখার পালা!

যদিও গোটা বিষয়ট নিয়ে ব্লক সভাপতি দীনেশ টুডু জানান,এখনও প্রার্থী ঘোষণা হয়নি। মিথ্যা ভিত্তিহীন অভিযোগ। কিছু মদ্যপ মানুষ এই ঘটনা ঘটিয়ে। দল এগুলো বরদাস্ত করবে না। বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন, ক্ষমতা কার দখলে থাকবে। কার কাছের লোক প্রার্থী হল টাকা লুটপাট করতে এই ঘটনা। ফলে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। নিজেদের পার্টি অফিসই ভাঙচুর করছে। এই ঘটনায় যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয়।

tmc panchayat election West Bengal panchayat election 2023