Advertisment

পঞ্চায়েত ভোট: 'একতরফা ঘোষণা-গণতন্ত্রের হত্যা'- সোচ্চার শুভেন্দু, কোর্টে যাওয়ার হুঁশিয়ারি বিজেপির

কোমর বাঁধছে গেরুয়া বাহিনী।

author-image
IE Bangla Web Desk
New Update
panchayat election day announced unilaterally protest by Subhendu sukanta , পঞ্চায়েত ভোট: 'একতরফা ঘোষণা-গণতন্ত্রের হত্যা'- সোচ্চার শুভেন্দু, কোর্ট যাওয়ার হুঁশিয়ারি বিজেপির

রাজীব সিনহা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিরোদী দলনেতার।

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পরই কমিশনের বিরুদ্ধে সোচ্চার হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমিশনের ভোট ঘোষণার পদক্ষেপ 'একতরফা' বলে অভিযোগ বিরোধী দলনেতার। তাঁর দাবি, 'রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনে আঞ্চলিক তৃণমূলের দলের ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে সক্রিয়ভাবে কাজ করবে।' এভাবে তাড়াতাড়ি পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়ার সমালোনা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Advertisment

আগামী ৮ জুলাই রাজ্যব্যাপী একদফায় হবে পঞ্চায়েত নির্বাচন। দার্জিলিং ও কালিম্পংয়ে দ্বিস্তরীয় ও বাকি ২২ জেলায় ত্রিস্তরীয় ভোট হবে ওই দিন। ভোটে সুরক্ষার দায়িত্বে রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী থাকবে তা রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্থির হবে বলে জানিয়েছে কমিশনার রাজীব সিনহা।

নির্বাচনের দিন ঘোষণার পরই এদিন দীর্ঘ টুইট পোস্টে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। লিখেছেন, 'প্রথমবারের মতো, ব্লক, জেলা বা রাজ্য স্তরে একবারও সর্বদলীয় বৈঠক না করেই একতরফাভাবে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয়েছে। এক দফার নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও আলোচনা হয়নি। মনোনয়ন জমা দেওয়ার জন্য নির্ধারিত সময়কাল আগামীকাল অর্থাৎ ৯ জুন থেকে শুরু হবে; শুক্রবার, ১৫ জুন শেষ তারিখ। ১০ এবং ১১ জুন সপ্তাহান্ত হওয়ায় কোনও সরকারি কাজ সম্ভব হবে না। পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্য খুবই স্পষ্ট। ঘোষণার পদ্ধতি থেকেই এটা সাফ যে তারা আঞ্চলিক তৃণমূল দলের ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে সক্রিয়ভাবে কাজ করবে। নির্বাচনের সময় হিংসা ও তার দরুন কোনও হতাহত হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা দায়ী থাকবেন, কারণ ভোটের ঘোষণায় তাড়াহুড়ো করা হয়েছে, যুক্তিসঙ্গত পরিকল্পনার অভাব রয়েছে এবং যথাযথ নিরাপত্তার বিবেচনা করা হয়নি।'

আরও পড়ুন- বাংলায় পঞ্চায়েত ভোট কবে? দিন ঘোষণা কমিশনের

পঞ্চায়েত ভোটের ঘোষণা পদ্ধতির সমালোচনা করে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি, 'আমরা এর নিন্দা করছি, প্রয়োজনে আমরা কোর্টে যাব।'

কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন যে, ১১ জুলাই পঞ্চায়েত ভোটের গণনা হবে। ফল ঘোষণা ১৯ জুলাই।

tmc bjp Suvendu Adhikari Sukanta Majumder State Election Commission bengal panchayat election 2023 panchayat election 2023
Advertisment