Advertisment

চাকরি দুর্নীতি: এবার পুলিশের জালে তৃণমূলের দুই জয়ী পঞ্চায়েত সমিতির প্রার্থী

গ্রেফতারের পর ধৃতরা রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Cm Mamata Banerjee Jaynagar Administration Meeting

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উন্নয়ন তহবিল তছরুপ, চাকরি দেওয়ার নাম করে দুর্নীতি সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূলের পঞ্চায়েত সমিতির দুই জয়ী প্রার্থীকে। পুলিশের জালে রামপদ সিংহ ও ফটিক পাহাড়ি। ধৃতরা পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীতে তৃণমূল পঞ্চায়েত সমিতির দুই জয়ী প্রার্থী। ধৃতের বিরুদ্ধে ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রুজু হয়েছে। গ্রেফতারের পর ধৃতরা রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে অংশ নিতে দেবে না বলেই এই ষড়যন্ত্র।

Advertisment

পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ী থেকে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী রামপদ সিং। কেশিয়াড়ীর লালুয়া অঞ্চলের কুকাই এলাকার থেকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির পার্থী ছিলেন রামপদ সিং জয়ী হয়েছিলেন রামপদ। অন্যদিতে বাড়ি থেকেই ফটিক পাহাড়ি'কেও ধরেছে পুলিশ।

বিজেপির অভিযোগ, পঞ্চায়েত সমিতি গঠনের দিন দলের নির্দেশ অমান্য করাতেই পঞ্চায়েত সমিতির এই দুই জয়ী প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। যা কার্যত স্বীকার করে নিয়েছে তৃণমূল। শাসক দল নেতৃত্বের কথায়, দলের সিদ্ধান্তই সবাইকে মানতে হবে। কয়েকদিন আগেই সিদ্ধান্ত না মানায় ফটিক পাহাড়ি'কে দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল।

Midnapur tmc
Advertisment