ভয়াবহ দুর্ঘটনা ঘটল মুর্শিদাবাদে। ৩৪ নম্বর জাতীয় সড়কে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের মৃতদের মধ্যে রয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধানের ছেলেও। ঘটনার জেরে আহত ১০ জনকে স্থানীয় জঙ্গিপুর মেডিক্যাল কলেজ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, দুপুর ১ ট নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন সুতির কাশীগ্রামের পঞ্চায়েত প্রধান রাজিবুল ইসলামের ছেলে আপেল শেখ। ৩৪ নং জাতীয় সড়কে সাজুর মোড় থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিলেন। গাড়িতে ছিলেন আরও ৫ জন। ধলামোড়ের কাছে গাড়ির ডানদিকের টায়ার ফেটে যায়। এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় গাড়ি।
ওদিকে তখন অন্য লেন দিয়ে ছুটে আসছিল একটি অটো ও একটি চার চাকার গাড়ি। গাড়িগুলির সঙ্গে এই গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। চোখের পলকেই প্রাণ হারায় ৭ জনের। আহত হন ১০ জন। সকলকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন