অতীতের ভোটে হিংসার কথা বিবেচনা করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিতভাবে পর্যবেক্ষক নিয়োগ করতে চেয়েছিল।
দাবি জানিয়ে চিঠিও দেওয়া হয়েছিল সরকার ও নির্বাচন কমিশনকে। মানবাধিকার কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার হয় শুনানি। উভয়পক্ষের সওয়াল শুনে জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনার নিয়োগের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন- পঞ্চায়েতে সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ, কী নির্দেশ ডিভিশন বেঞ্চের?
আদালতে মানবাধিকার কমিশনের যুক্তি ছিল, ২০১৮-র পঞ্চায়েত ভোটে ভয়ঙ্কর হিংসা হয়েছিল। একুশের ভোট পরবর্তী হিংসার স্মৃতি এখনও টাটকা। সেইসব হিংসার কথা মাথায় রেখেই পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। পাল্টা রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য যে, রাজ্য নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা। পর্যবেক্ষক নিয়োগ করার হলে তারাই করবে।
উভয়পক্ষের সওয়াল জবাব শুনে রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্যকেই মান্যতা দিল হাইকোর্ট। আদালত জানিয়েছে যে, নির্বাচনে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগ করতে পারবে না।