/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/suvendu-1.jpg)
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ভোট লুঠ ও সন্ত্রাস নিয়ে তাঁকে আক্রমণ করায় এবার পাল্টা শুভেন্দু অধিকারীকেই ধুয়ে দিয়ে সোচ্চার হাওড়ার পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশন মল্লিক। সম্প্রতি পাঁচলায় দলের সভায় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে গতবারের পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাসের অভিযোগে সরব হন শুভেন্দু। 'বিরোধীশূন্য করতে তো উনিই বলেছিলেন', পাল্টা বিরোধী দলনেতাকেই আক্রমণ শানিয়ে সুর চড়ালেন গুলশন।
পঞ্চায়েত নির্বাচন যত এগোচ্ছে রাজ্য রাজনীতির পারদও ততই চড়ছে। ফি দিন রাজ্যের শাসকদলকে আক্রমণ করে সুর চড়াচ্ছে বিরোধীরা। অন্যদিকে, পঞ্চায়েতের আগে সংগঠন পোক্ত করে বিরোধীদের আক্রমণ সামাল দিতে তৈরি হচ্ছে তৃণমূলও। সম্প্রতি
হাওড়ার পাঁচলায় বিজেপির সভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন- ‘আগামী সপ্তাহেই রাজ্যের আরও ১৫ জেলায় কেন্দ্রীয় দল’, হঁশিয়ারি শুভেন্দুর
সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক গুলশন মল্লিককে নিশানা করেন তিনি। গতবারের পঞ্চায়েত নির্বাচনে পাঁচলায় তৃণমূল বিধায়ক গুলশন মল্লিকের নেতৃত্বে সন্ত্রাস-ভোট লুঠ হয়েছে বলে অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, 'এখানে পাঁচলাতেও করেছে গুলশন মল্লিক। ৭ দিন ধরে লাঠি, বাঁশ, বোমা, বন্দুক, গুণ্ডা নিয়ে বিডিও অফিস অবরুদ্ধ করা হয়েছিল। যাতে কেউ মনোনয়ন জমা না দেয়।'
গতবারের পঞ্চায়েত নির্বাচনের সময় শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলেই। তাঁরই নির্দেশে সেই সময় পাঁচলায় দলের কাজ চলছিল বলে পাল্টা অভিযোগ শানিয়ে সরব গুলশন মল্লিকও। তবে এবাররে পঞ্চায়েতেও পাঁচলায় তৃণমূলই জিতবে বলে আশাবাদী জোড়াফুলের বিধায়ক। সাংগঠনিক শক্তির উপর ভর করেই পাঁচলায় সাফল্য পাবে দল, এমনই মনে করেন তিনি।
আরও পড়ুন- ‘বেসুরো’ তৃণমূল বিধায়ক কি এবার পদ্মে? সাতসকালে বোমা ফাটালেন দিলীপ
গুলশন মল্লিক বলেন, 'আমাদের সংগঠনের ক্ষমতা থেকে আমরা জিতে নেব। সংগঠনের বলে আমরা পাঁচলায় যেভাবে আগেও রেজাল্ট করেছি তার থেকেও ভালো রেজাল্ট হবে। শুভেন্দুবাবু যখন আমাদের দলে ছিলেন তখন আমাদের বলতেন, যে এখানেও বিরোধীশূন্য করতে হবে। এসব তো বলেছে।'