Advertisment

বন্যপ্রাণীর রক্তমাখা পায়ের ছাপ, হাড় হিম করা আতঙ্ক জলপাইগুড়িতে

উদ্যান খুলতেই খুলতেই বন্যপ্রাণীর রক্তমাখা পায়ের ছাপ দেখতে পান বনকর্মীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
panic over footprints in jalpaiguri tista udyan

কোথায় গেল বন্যপ্রাণীটি? খুঁজছে স্থানীয়রা। ছবি-সন্দীপ সরকার

শীতের সকালে জলপাইগুড়িতে চরম আতঙ্ক৷ মঙ্গলবার সকালে তিস্তা উদ্যান খুলতেই খুলতেই বন্যপ্রাণীর রক্তমাখা পায়ের ছাপ দেখতে পান বনকর্মীরা। যা দেখতে কোনও চেনা জন্তুর পায়ের মতো নয়। এরপরই তিস্তা উদ্যানের গেট বন্ধ করে দেওয়া হয়৷ পরে জলপাইগুড়ি বনবিভাগ, উদ্যান ও কানন বিভাগ এবং গরুমারা বন্যপ্রাণ বিভাগের কর্মী এবং আধিকারিকরা সেখানে পৌঁছান।

Advertisment

বনকর্মীদের সন্দেহ, পায়ের ছাপটি ভাল্লুকের। হয়তো সেটি কোনও ঝোপে লুকিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই ট্রানকুলাইজার টিমকেও ডেকে পাঠায় উদ্যান কর্তৃপক্ষ ৷ বড় খাঁচাও আনা হয়।

ভাল্লুকের খোঁজে গরুমারা বন্যপ্রাণী বিভাগের রামশাই স্কোয়াড, জলপাইগুড়ি বনবিভাগের লাটাগুড়ি রেঞ্জ, জলপাইগুড়ি রেঞ্জের বনকর্মীরা পটকা ফাটিয়ে সন্ধান শুরু করেছে৷ জলপাইগুড়ি জেলা জজ এবং জেলাশাসকের বাংলোর সামনেই এই উদ্য়ান বলে পার্কের ধারে কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না৷ তিস্তা উদ্যানের বাইরে মোতায়েন রয়েছে পুলিশ।

আরও পড়ুন- ‘আগ্নেয়াস্ত্র’ হাতে জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী, ছবি ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তেথাকুন

West Bengal north bengal Jalpaiguri
Advertisment