শীতের সকালে জলপাইগুড়িতে চরম আতঙ্ক৷ মঙ্গলবার সকালে তিস্তা উদ্যান খুলতেই খুলতেই বন্যপ্রাণীর রক্তমাখা পায়ের ছাপ দেখতে পান বনকর্মীরা। যা দেখতে কোনও চেনা জন্তুর পায়ের মতো নয়। এরপরই তিস্তা উদ্যানের গেট বন্ধ করে দেওয়া হয়৷ পরে জলপাইগুড়ি বনবিভাগ, উদ্যান ও কানন বিভাগ এবং গরুমারা বন্যপ্রাণ বিভাগের কর্মী এবং আধিকারিকরা সেখানে পৌঁছান।
বনকর্মীদের সন্দেহ, পায়ের ছাপটি ভাল্লুকের। হয়তো সেটি কোনও ঝোপে লুকিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই ট্রানকুলাইজার টিমকেও ডেকে পাঠায় উদ্যান কর্তৃপক্ষ ৷ বড় খাঁচাও আনা হয়।
ভাল্লুকের খোঁজে গরুমারা বন্যপ্রাণী বিভাগের রামশাই স্কোয়াড, জলপাইগুড়ি বনবিভাগের লাটাগুড়ি রেঞ্জ, জলপাইগুড়ি রেঞ্জের বনকর্মীরা পটকা ফাটিয়ে সন্ধান শুরু করেছে৷ জলপাইগুড়ি জেলা জজ এবং জেলাশাসকের বাংলোর সামনেই এই উদ্য়ান বলে পার্কের ধারে কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না৷ তিস্তা উদ্যানের বাইরে মোতায়েন রয়েছে পুলিশ।
আরও পড়ুন- ‘আগ্নেয়াস্ত্র’ হাতে জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী, ছবি ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তেথাকুন