ভাঙড়ের আন্দুল-গড়িয়া এলাকার মাঠের মাঝখানে দাউদাউ করে আগুন জ্বলছে। চারপাশ ধোঁয়ায় ভরে গিয়েছে। কী পুড়ছে? জানতে ছুটে যান স্থানীয়রা। দেখেন, খোলা মাঠের মাঝে পুড়ছে কিছু কাগজপত্র। যা নিয়ে হইচই পড়ে যায়। কীসের কাগজ পোড়ানো হচ্ছে প্রশ্ন ওঠে তা নিয়েও। ঘটনার খবর পেয়ে ছুটে যায় সিবিআই। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপরই পোড়া কাগজগুলো উদ্ধারের হাত লাগান সিবিআই গোয়েন্দারা।
কীসের কাগজপত্র পোড়া হচ্ছিল? স্থানীয়দের দাবি, বেশ কিছু সরকারি নথি, ব্যাঙ্ক চেক আগুনে দেওয়া হয়েছিল। মনে করা হচ্ছে, রাতের অন্ধকারে কেউ বা কারা এমন কীর্তি করেছে।
আরও পড়ুন- ‘টার্গেট অভিষেক, বাবাকে ৫০ হাজার দিয়ে নোংরা খেলা’, দাবি মুকুল-পুত্র শুভ্রাংশুর
কীসের সরকারি নথি বা কাগজপত্র কেন পোড়ান হচ্ছিল? সিবিআই তা স্পষ্ট না করলেও কিছু আধপোড়া কাগজপত্র কেন্দ্রীয় গোয়েন্দারা উদ্ধার করেছে। যেগুলোর ফরেন্সিক পরীক্ষা হবে। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ঘিরে তোলপাড় রাজ্য। ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রভাবশালী শ্রীঘরে। উদ্ধার হয়েছে বহু নথি। ভাঙড়ে যেসব নথি পোড়ান হচ্ছিল তার সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগ থাকা অসম্ভব নয়। সেই কারণেই ঘটনাস্থলে তাদের তড়িঘড়ি ছুটে যাওয়া।
স্থানীয়দের একাংশের মতে, নথিগুলো বিহারের অডিটের। তবে তা কেন ভাঙড়ে নিয়ে এসে পোড়ান হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে।
ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণণূলের নেতা তথা বিধায়ক সওকত মোল্লা বলেন, 'কে কোন নথি পোড়াচ্ছে সেগুলো সিবিআই তদন্ত করুক, আমরা ওদের সাহায্য করব। অপরাধীর যেন শাস্তি হয় সেটা তদন্তকারী এজেন্সি দেখুক আমরা চাইব। '