Advertisment

পঞ্চায়েত ভোটের গণনাকেন্দ্র, প্রার্থী ও এজেন্টদের নিরাপত্তা: বেনজির নির্দেশ হাইকোর্টের

৮ই জুলাই, আগামী শনিবারই পশ্চিমবঙ্গে এক দফায় হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta High Court did not respond TMC MLA Jibankrishna Sahas father Biswanaths plea , শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট

ভোটের আগে বেলাগাম হিংসার ছবি বাংলায়। বাকি ভোট। তারপরও হিংসার আশঙ্কা করছেন বিরোধী দলগুলো। এই প্রেক্ষিতে গণনাকেন্দ্র, প্রার্থী ও এজেন্টদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ দিয়েছে যে, ভোটের পর গণনাকেন্দ্রের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। নিরাপত্তা দিতে হবে রাজনৈতিক দলের প্রার্থী ও এজেন্টদের।

Advertisment

৮ই জুলাই, আগামী শনিবারই পশ্চিমবঙ্গে এক দফায় হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। ভোটের আগে যে ভাবে রাজ্যে বেগালাম হানাহানি চলছে, প্রাণ যাচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক মামলা চলছে আদালতে। এক মালায় এদিন ২০১৮-র পঞ্চায়েত ভোটের ভয়ঙ্কর স্মৃতি ও ২০২১ সালের বিধানসভায় ভোটের দিন ও ভোট পরবর্তী হিংসার কথা তুলে ধরে এদিন মামলাকারীর তরফে আদালতে তথ্য তুলে ধরা হয়। প্রার্থী ও এজেন্টদের নিরাপত্তার দাবিতে প্রথমে মামলাকারী কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। সুবিচার না মেলায় মামলা করেন আদালতে।

সেই মামলাতেই বিচারপতি অমৃতা সিনহা গণনাকেন্দ্র, প্রার্থী ও এজেন্টদের নিরাপত্তা সুনিশ্চিৎ করার নির্দেশ দিয়েছেন।

Calcutta High Court Justice Amrita Sinha bengal panchayat election 2023 panchayat election 2023
Advertisment