Advertisment

অবশেষে দেখা দিলেন পরেশ, বললেন, 'কলকাতায় যাচ্ছি', কিন্তু কোথায় মন্ত্রী-কন্যা?

কোথায় রয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Paresh Adhikari

পরেশচন্দ্র অধিকারী

হাইকোর্টের কড়া রায়ের পরই দেখা মিলল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। বাগডোগরা বিমানবন্দরে এ দিন বিকেল পৌনে চারটে নাগাদ দেখা যায় তাঁকে। কলকাতা আসার জন্য বিকেলের উড়ান ধরেন তিনি। বাগডোগরা বিমাবন্দরে প্রবেশের মুখে মন্ত্রী বলেন, 'কলকাতায় যাচ্ছি।'

Advertisment

মন্ত্রীর মেয়ের এসএসসি নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের সিঙ্গলবেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। গত মঙ্গলবার রাতেই তাঁকে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু, তখন কোচবিহারে থাকায় তা পারেননি মন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতা।

ওই রাতেই মন্ত্রী ও তাঁর কন্যা উত্তরবঙ্গ থেকে পদাতিক এক্সপ্রেসে উঠতে দেখা যায়। তাঁদের গন্তব্য ছিল অবশ্যই কলকাতা। কিন্তু বুধবার সকালে ট্রেন কলকাতায় পৌঁছলেও দেখা মেলেনি তাঁদের। যদিও বর্ধমান স্টেশনে তাঁদের দেখা যায়। এরপর কলকাতায় দেখা যায়নি মন্ত্রী ও তাঁর কন্যাকে।

অন্তরালে থেকেই সিঙ্গলবেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলার আবেদন করেন পরেশ অধিকারী। যাদিও তা খারিজ হয়ে যায়। এরপরই আজ বিষয়টিতে হস্তক্ষেপ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে তাঁর স্পষ্ট নির্দেশ ছিল যে , আজ বিকেল ৩টের মধ্যে পরেশ অধিকারীকে সিবিআই দফতরে যেতে হবে। তখনই বেকায় পড়েছেন বুঝে সিবিআই দফতরে মেইল করে সময় চান মন্ত্রী।
পরের কোনও এক দিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য করার আবেদন জানিয়েছেন পরেশ অধিকারী।
বৃহস্পতিবার হাইকোর্টে মন্ত্রীর ই-মেইল করে সময় চাওয়ার বিষয়টি জানিয়েছেন সিবিআই।

মন্ত্রীর আইনজীবীর আদালতে দাবি করেন, কোচবিহারেই রয়েছেন পরেশ অধিকারী। বিকেল পাঁচটায় বাগডোগরা থেকে কলকাতাগামী বিমানে উঠবেন তিনি। সাড়ে ৬টা নাগাদ পৌঁছাবেন। সঙ্গে সঙ্গেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান, ‘বাগডোগরা, নাকি বর্ধমান থেকে কলকাতায় আসবেন মন্ত্রী?’ বিচারপতির নির্দেশ, ‘মন্ত্রী বিমানবন্দরে নামলে তাঁকে বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রহরায় সোজা নিজাম প্যালেসে নিয়ে যেতে হবে। আর যদি বিমানবন্দরে না নামেন তাহলে তা আদালত অবমাননা বলে গন্য হবে।’

কিন্তু, আগে নির্ধারিত নয় হাজিরা না দেওয়ায় এসএসসি দুর্নীতি মামলায় মন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই।

cbi Bagdogra Airport WB SSC Scam paresh adhikary
Advertisment