Advertisment

Parimal Dey On RG Kar Incident: ধর্ষণ কাণ্ডে 'বঙ্গরত্ন' ফেরানোর ঘোষণা! বেনজির প্রতিবাদ সাহিত্যিক পরিমল দে'র

২০১৬ সালে পরিমলবাবুকে সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বঙ্গরত্ন সম্মানে ভূষিত করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
parimal dey

ধর্ষণ কাণ্ডে 'বঙ্গরত্ন' ফেরানোর ঘোষণা! বেনজির প্রতিবাদ সাহিত্যিক পরিমল দে'র

Parimal Dey On RG Kar Incident: রাজ্যের পরিস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করে বঙ্গরত্ন সম্মান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন আলিপুরদুয়ারের বিশিষ্ট সাহিত্যিক পরিমল দে। রবিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে নৈরাজ্য চলছে। দুর্নীতির পাশাপাশি আরজি করে যে অমানবিক ঘটনা ঘটেছে, তাতে উত্তাল হয়ে উঠেছে বাংলা। এই বাঙালি, বঙ্গবাসী, ভারতের নানা প্রান্তে যাঁরা আন্দোলনে শামিল, তাঁদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করার জন্য রাজ্যের দেওয়া বঙ্গরত্ন সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। শারীরিক অসুস্থতার কারণে আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে পথে নামতে পারছি না।’ সাহিত্যিকের কথায়, ‘আমাকে যাঁরা বিবেচনা করেছিলেন তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। তবে মর্যাদাকে রাখতে পারলাম না।’

Advertisment

আরও পড়ুন - < RG Kar Incident: নবান্ন অভিযানের আড়ালে ভয়ঙ্কর ষড়যন্ত্র! বিস্ফোরক অভিযোগ পুলিশের >

২০১৬ সালে পরিমলবাবুকে সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বঙ্গরত্ন সম্মানে ভূষিত করা হয়। আরজি কর কাণ্ড নিয়ে রীতিমতো ভারাক্রান্ত পরিমলবাবু বলেন, ‘কিছুদিন ধরেই রাজ্যজুড়ে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি থেকে আরজিকর কাণ্ড আমাকে আহত করেছে।’ পরিমলবাবুর সিদ্ধান্ত নিয়ে আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, ‘এটা পুরোটাই ওঁনার ব্যক্তিগত সিদ্ধান্ত। বঙ্গরত্ন ফিরিয়ে দিচ্ছেন কেন, সেটা তিনিই বলতে পারবেন।’

RG Kar Medical College Doctors Death
Advertisment