Advertisment

আজ থেকে কলকাতা শহরে বাড়ল পার্কিং ফি, কোন গাড়িতে কত খরচ?

এক ধাক্কায় পার্কিং ফি অনেকটাই বাড়ল কলকাতায়

author-image
IE Bangla Web Desk
New Update
parking fee incresed in kolkata from 1 april 2023, কলকাতা শহরে বাড়ল পার্কি ফি, parking fee, পার্কিং ফি, car parking, গাড়ি পার্কিং, kolkata news, কলকাতার খবর, west bengal, পশ্চিমবঙ্গ, kolkata municipal corporation, কলকাতা পুরনিগম, kmc, কেএমসি

এক ধাক্কায় পার্কিং ফি অনেকটাই বাড়ল কলকাতায়

আজ থেকে কলকাতায় বাড়ছে পার্কিং ফি। বাইক, ছোট-বড় গাড়ি রাখার ক্ষেত্রে বাড়ছে পার্কিং ফি। তিলোত্তমা মহানগরীতে পার্কিং ফি বাড়ানোর কথা আগেই জানিয়েছিল কলকাতা পুরসভা। তবে এতদিনে তা কার্যকর করা হল। আজ ১ এপ্রিল থেকে কলকাতা শহরে বাড়ানো হল পার্কিং ফি।

Advertisment

উল্লেখ্য, এর আগে দু'চাকার যানের ক্ষেত্রে কলকাতা শহরে ঘণ্টা প্রতি ৫ টাকা করে নেওয়া হতো। তবে আজ অর্থাৎ ১ এপ্রিল থেকে এই ভাড়া বেড়ে হল ঘণ্টা প্রতি ১০ টাকা। অর্থাৎ দ্বিগুণ হল বাইক রাখার খরচ। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, এবার থেকে শহরে ৫ ঘণ্টার জন্য বাইক পার্কিংয়ের ফি বেড়ে হল ৮০ টাকা। তারপরেও কেউ যদি বাইক রাখতে চান তবে প্রতি ঘণ্টায় ৫০ টাকা ফি নেওয়া হবে।

অন্যদিকে, চার চাকার গাড়ির ক্ষেত্রে এর আগে ঘণ্টা প্রতি পার্কিং ফি ছিল ১০ টাকা। এবার থেকে সেই ফি বেড়ে হল ২০ টাকা। এক্ষেত্রে যত বেশি সময় গাড়ি থাকবে ফি-এর পরিমাণও ততই বাড়বে। দু'ঘণ্টার জন্য চার চাকার গাড়ি রাখতে ফি ২০ টাকা। তিন ঘণ্টায় ৮০ টাকা এবং পাঁচ ঘণ্টায় ১৬০ টাকা ফি নেওয়া হবে। পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চার চাকা গাড়ি রাখলে ঘণ্টা প্রতি আরও একশো টাকা করে ফি নেওয়া হবে।

এছাড়াও যাত্রীবাহী বাস বা লরির ক্ষেত্রে আগে পার্কিং ফি ছিল ২০ টাকা। প্রতি ঘণ্টায় এবার এই সব গাড়িকে ফি দিতে হবে ৪০ টাকা। যত বেশি সময় গাড়ি পার্কিং করে রাখা হবে ফি-এর পরিমাণ ততই বাড়বে। যদিও এই ফি বাড়ানোর পিছনে কলকাতা পুরনিগমের কর্তাদের ব্যাখ্যা ভিন্ন। তাঁরা জানিয়েছেন, মূলত শহর কলকাতায় দূষণের মাত্রা কমাতেই পার্কিং ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোজ কলকাতা শহর ছাড়াও বাইরে থেকেও বহু যানবাহন শহরে ঢোকে। মাত্রাছাড়া দূষণ ছড়ায়। এবার থেকে পার্কিং ফি বাড়ানোর জেরে সেই দূষণেও খানিকটা হলেও নিয়ন্ত্রণ করা যাবে বলে মত পুরনিগমের কর্তাদের।

kolkata news
Advertisment