Advertisment

যোগীর পথেই মমতা? কলকাতায় বিজেপি নেতার বাড়িতে চলল বুলডোজার

খাস কলকাতায় নির্মাণ ভাঙতে বুলডোজার, গুঁড়িয়ে গেল বিজেপি নেতার বাড়ির একাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
part of bjp leaders house was demolished by bulldozers in kolkata

ভেঙে দেওয়ার পর বিজেপি নেতার বাড়ির একাংশের ছবি।

এবার খাস কলকাতায় নির্মাণ ভাঙতে বুলোডাজার ব্যাবহার। বিজেপির উত্তর কলকাতার জেলা কার্যনির্বাহী সদস্যের বাড়ির একাংশ বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। বিজেপির অভিযোগ, স্থানীয় বিধায়ক-কাউন্সিলরের উসকানিতেই এই কাণ্ড ঘটিয়েছে পুরসভা। আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের।

Advertisment

উল্লেখ্য, উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় ১৮৪ রমেশ দত্ত স্ট্রিটের একটি বিল্ডিংয়ের একতলায় থাকা দোকান ও গ্যারেজের সামনের একাংশ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ওই বাড়িটি বিজেপি নেতা সুনীল সিংয়ের। তাঁর অভিযোগ, তিনি বিজেপি করেন বলেই রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বাড়ির একাংশ ভেঙে দিয়েছে পুরসভা। স্থানীয় তৃণমূল কাউস্নিলর তারকনাথ চট্টোপাধ্যায় ও শ্যামপুকুর বিধানসভার বিধায়ক শশী পাঁজার বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি নেতা।

আরও পড়ুন- EXCLUSIVE: ‘বারান্দায় থরথর করে কাঁপছিল ছাত্রটি’, যাদবপুর-কাণ্ডে ‘মারাত্মক’ তথ্য ধৃতের বাবার

একুশের নির্বাচনের পর ভোট পর্বরতী হিংসার শিকার হয়ে তৃণমূলের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ করেছিলেন বলে দাবি সুনীল সিংয়ের। তারই জেরে শাসকদলের রোষালনে তাঁকে পড়তে হয় বলেও দাবি তাঁর। রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁর বাড়ির একাংশ ভেঙে ফেলা হয়েছে বলে দাবি বিজেপি নেতার।

আরও পড়ুন- একুশের মঞ্চে ঝাঁঝালো ভাষণে চর্চায়! মমতার নির্দেশে তৃণমূলে ‘গুরু দায়িত্বে’ রাজন্যা

এদিকে, দলের নেতার বাড়ি ভাঙা নিয়ে শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতৃত্ব। দলের উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ এব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "এই নির্মাণ বৈধ। বেআইনিভাবে এটি ভেঙেছে পুরসভা। সোমবার আদালতের দ্বারস্থ হব আমরা। আইনি পথেই এই লড়াই হবে। কলকাতা পুরসভার অন্দরেও আমাদের কাউন্সিলররা বিষয়টি নিয়ে সোচ্চার হবেন। বিজেপি নেতা বলেই তৃণমূল পরিচালিত পুরসভা এই কাণ্ড ঘটিয়েছে।"

kolkata news West Bengal bjp tmc
Advertisment