Malda News: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, বিরাট বিপত্তি মালদায়

School roof collapse : মারাত্মক এই বিপর্যয়ের খবর পেয়েই স্কুলে ছুটে আসেন অভিভাবকরা। স্কুলেই ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন তারা।

School roof collapse : মারাত্মক এই বিপর্যয়ের খবর পেয়েই স্কুলে ছুটে আসেন অভিভাবকরা। স্কুলেই ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন তারা।

author-image
Madhumita Dey
New Update
Malda news, west bengal news today, Bengali news today, school, school roof collapse, Kolkata news, মালদার খবর, স্কুলের নির্মীয়মান ছাদ ভেঙে পড়ল

স্কুলে এসে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাস্থলে পুলিশ।

Malda news :মিড ডে মিলের খাওয়ার জন্য ডাইনিং হল তৈরি করার সময় নির্মীয়মান ছাদের একটা বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। অল্পের জন্য প্রাণে বেঁচেছে পড়ুয়ারা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের মোড়গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে। এই ঘটনার পর পরিস্থিতি বেগতিক দেখে ওই কাজের সঙ্গে যুক্ত ঠিকাদারী সংস্থা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে স্থানীয় গ্রামবাসীরা এসে ব্যাপক বিক্ষোভ দেখায়। এই ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। 

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে মোড়গ্রাম প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ানোর জন্য একটি ডাইনিং হল ঘর তৈরি হচ্ছিল। এদিন নির্মীয়মান হল ঘরের ছাদের একটি অংশ ভেঙে পড়ে বলে অভিযোগ। 

স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, এই ঘর তৈরি করার ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল। এনিয়ে এর আগেও স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল । কিন্তু বিষয়টিতে কোনরকম গুরুত্ব দেওয়া হয়নি ।

Advertisment

এরপরেই এই দুর্ঘটনাটি ঘটে। যদিও এদিন পড়ুয়ারা সেখানে থাকতো তাহলে বড়সড়ো বিপদ ঘটে যেত। অবিলম্বে এই ডাইনিং হল ঘরের নিম্নমানের কাজ বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা ।

মোড়গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদর্শন বিশ্বাস বলেন, 'প্রথম থেকেই ওই হল ঘরটি তৈরি নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল। যাই হোক পরবর্তীতে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সেটি নতুন করে তৈরি উদ্যোগ গ্রহণ করা হয়। একটি ঠিকাদারি সংস্থা, সেই কাজ করছিল। যদিও শিক্ষকতার মধ্যে হলঘরের কাজ দেখা আমাদের পক্ষে সম্ভব হয় নি। এদিন যে সময় দুর্ঘটনাটি ঘটে তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল। তবে কাজের গুণগতমান নিয়ে প্রাথমিক শিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছি'।

accident Malda school