Advertisment

Lok Sabha Election 2024: পুরস্কারের টোপে ভোট-ভিক্ষা, ওপথে না গিয়ে সোজা 'শাসানি', দুই TMC প্রার্থীর কাণ্ড চর্চায়!

Lok Sabha Election 2024: জমে উঠেছে লোকসভা নির্বাচনের লড়াই। প্রচারে ঝড় তুলছেন প্রার্থীরা। নির্বাচন কমিশনে নালিশ হলেও হেলদোল নেই অনেক প্রার্থীরই। ফের পুরস্কারের প্রতিশ্রুতি দিয়ে ভোট ভিক্ষা প্রার্থীর। কোথাও আবার সেপথে না গিয়ে সোজা ভোটারদের শাসানি দিতে দেখা গেল এক তৃণমূল প্রার্থীকে। যা নিয়ে ফের একবার তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Partha Bhowmiks promise of reward in poll campaign Sujata Mandals threat to voters

Lok Sabha Election 2024: তৃণমূল প্রার্থীর প্রচার ঘিরে বিতর্ক।

Lok Sabha Election 2024: জমে উঠেছে লোকসভার (Lok Sabha Polls 2024) লড়াই। প্রচারে ঝড় তুলছেন শাসক-বিরোধী প্রার্থীরা। ভোটারদের মন পেতে ফের প্রতিশ্রুতির ঝুলি নিয়ে হাজির দাপুটে নেতারা। দিন কয়েক আগেই ভোটের প্রচারে 'পুরস্কার' টোপ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmick)। ফের একবার সেই একই বিতর্ক তৈরি হল তাঁকে নিয়ে। অন্যদিকে, নির্বাচনের প্রচারে বেরিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলও (Sujata Mandal) কার্যত শাসানি দিলেন ভোটারদের।

Advertisment

ফের স্বমহিমায় পার্থ ভৌমিক। আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ব্যারাকপুর (Barrackpur) কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে তাঁকে। দিন কয়েক আগেই উত্তর ২৪ পরগনার আমডাঙায় দলের কর্মীসভায় যোগ দিয়ে 'পুরস্কার' টোপ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার ফের বিতর্ক মমতা বন্দ্যেপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে নিয়ে। সম্প্রতি একটি অনুষ্ঠানে পার্থ ভৌমিকের একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়া সেই ভিডিওয় পার্থ ভৌমিককে বলতে শোনা গিয়েছে, লোকসভা ভোটে তৃণমূল লিড পেলে মিলবে 'পুরস্কার'।

পার্থ ভৌমিক বলেছেন, "চারটে পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে। আজকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছেন যে এটা আমাদের ঘোষিত নীতি। যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূলকে জেতাবে সেই পঞ্চায়েতে আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবেন।"

আরও পড়ুন- ভোটের মুখে ফের দুরন্ত স্ট্রোক কমিশনের! DGP-র পর এবার কোপে কারা জানেন?

তিনি আরও বলেছেন, "যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূলকে লিড দেবে, তাদের প্রত্যেকের বাড়ির আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেবেন। আমডাঙায় বলেছিলাম যে অঞ্চল লিড দেবে তার প্রাইজ আছে। নির্বাচন কমিশনে নালিশ হল, আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন কী প্রাইজ দেবেন। আমি বললাম অকুণ্ঠ ভালোবাসা। যাঁরা জিতবে তাঁদের ভালোবাসা দেব। আপনাদের মনে আছে ২০২১ সালের পরে এখানে প্রাইজ হয়েছিল, আমি আর কিছু বলছি না ২০২৪-এও প্রাইজ হবে।"

আরও পড়ুন- স্বাধীনতার পর এক ইতিহাস তৈরির পথে! যুগান্তকারী প্রয়াসে আনন্দে আত্মহারা দ্বীপাঞ্চলের ৮ থেকে ৮০

অন্যদিকে, ভোটের প্রচারে (Election Campaign) বেরিয়ে বিতর্কে জড়িয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলও (Sujata Mandal)। নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে বেরিয়ে ভোটারদের কার্যত শাসানি দিতে দেখা গেল সুজাতাকে। এলাকার বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁয়ের (Soumitra Khan) প্রাক্তন স্ত্রী সুজাতা ভোটারদের উদ্দেশ্যে বলেন, "ভোটের বেলা বড় ফুলকে দেবে, আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইবে, সেটা সেটা হবে না। তৃণমূল লিড না পেলে কেউ কথা শুনতে আসবে না।"

tmc Partha Bhowmick Sujata Mandal loksabha election 2024
Advertisment