নিয়োগ দুর্নীতিতে গত আট মাস ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। দল থেকেও সাসপেন্ড। তবে তিনি যে তৃণমূলের সঙ্গেই রয়েছেন তা নিজের মন্তব্যে বারে বারে প্রমাণের চেষ্টা করেছেন। পঞ্চায়েত ভোট তৃণমূলের ফলাফলের ভবিষ্যতবাণী করেছেন। এমনকি মুখ খুলেছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও। এদিন কোর্টে পেশের সময় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পার্থ। তিনিই কী মনে মনে নিজেকে জোড়া-ফুলের নেতা মনে করছেন? সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিচ্ছে।
Advertisment
কী বলেছেন পার্থ?
চলতি বছর মার্চের শেষে ঘনিষ্ঠ মহলে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে, 'আমি অভিষেক বন্দোপাধ্যায় মতো নেতা তৈরি করি। কুন্তল ঘোষ তৈরি করি না।' অর্থাৎ তৃণমূলের অপসারিত মহাসচিব বোঝাতে চেয়েছেন, তিনি অভিষেকের মত ভাল নেতা তৈরি করেন। কুন্তলের মত খারাপ কর্মী বা নেতা নয়।
মঙ্গলবার থেকে ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচির সূচনা হবে। টানা দু'মাস বাড়ির বাইরে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই কর্মসূচি সূচনার ঠিক একদিন আগে শাসক দলকে শুভেচ্ছা জানান পার্থ চট্টোপাধ্যায়। তারপরই অভিষেকের নেতৃত্ব নিয়ে প্রস্ন করা হলে তিনি বলেন, 'অভিষেক আমাদের ড্রাইভিং ফোর্সের নেতা। আমরা গাইডিং ফোর্সের নেতা।'
গত সপ্তাহে পার্থ চট্টোপাধ্যায়ের হাতের আংটি নিয়ে প্রস্ন তুলেছিল ইডি। তাঁকে এ জন্য প্রবাবশালী বলেও দাবি করেছিল কেন্দ্রীয় এজেন্সি। এদিন কোর্টে প্রবেশের মুখে এই বিতর্কিত বিষয় নিয়ে পার্থ মন্তব্য করেছেন। ইডির ভূমিকা নিয়ে প্রস্ন তুলেছেন তিনি। বলেন, 'টা অলঙ্কার ছিল না, ধর্মচারণের অংশ ছিল। আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে। ইডি অফিসের ৬ তলায় ঠাকুরের ছবি আছে। ওরা যদি ধর্মাচরণ করতে পারে, আমি পারব না? ইডি তো আমার আংটি খোলায়নি।'
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দাবি, সংশোধনাগারে প্রবেশের সময় অলঙ্কারসমুহ খুলে রাখতে হয় বলে তিনি জানতেন না৷ এমনকি তাঁকে কেউ সেই কথা জানাননি৷ আংটিকাণ্ডের বিস্তারিত বিবরণ চেয়েছে আদালত৷ আগামী ২৬ এপ্রিল প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়া জেল কোড মেনে কর্তৃপক্ষ কতটা কর্তব্য ও দায়িত্ব পালনে সচেতন তাও জানাতে বলা হয়েছে।
এখনও তৃণমূলের শীর্ষ নেতা পার্থ? অভিষেকের 'নবজোয়ার'-এর আগেই বিরাট ইঙ্গিত জেলবন্দির!
কী বললেন তৃণমূলের অপসারিত মহাসচিব?
Follow Us
নিয়োগ দুর্নীতিতে গত আট মাস ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। দল থেকেও সাসপেন্ড। তবে তিনি যে তৃণমূলের সঙ্গেই রয়েছেন তা নিজের মন্তব্যে বারে বারে প্রমাণের চেষ্টা করেছেন। পঞ্চায়েত ভোট তৃণমূলের ফলাফলের ভবিষ্যতবাণী করেছেন। এমনকি মুখ খুলেছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও। এদিন কোর্টে পেশের সময় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পার্থ। তিনিই কী মনে মনে নিজেকে জোড়া-ফুলের নেতা মনে করছেন? সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিচ্ছে।
কী বলেছেন পার্থ?
চলতি বছর মার্চের শেষে ঘনিষ্ঠ মহলে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে, 'আমি অভিষেক বন্দোপাধ্যায় মতো নেতা তৈরি করি। কুন্তল ঘোষ তৈরি করি না।' অর্থাৎ তৃণমূলের অপসারিত মহাসচিব বোঝাতে চেয়েছেন, তিনি অভিষেকের মত ভাল নেতা তৈরি করেন। কুন্তলের মত খারাপ কর্মী বা নেতা নয়।
মঙ্গলবার থেকে ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচির সূচনা হবে। টানা দু'মাস বাড়ির বাইরে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই কর্মসূচি সূচনার ঠিক একদিন আগে শাসক দলকে শুভেচ্ছা জানান পার্থ চট্টোপাধ্যায়। তারপরই অভিষেকের নেতৃত্ব নিয়ে প্রস্ন করা হলে তিনি বলেন, 'অভিষেক আমাদের ড্রাইভিং ফোর্সের নেতা। আমরা গাইডিং ফোর্সের নেতা।'
আরও পড়ুন- টিভি সাক্ষাৎকার দিয়ে শুনানির অধিকার হারালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
গত সপ্তাহে পার্থ চট্টোপাধ্যায়ের হাতের আংটি নিয়ে প্রস্ন তুলেছিল ইডি। তাঁকে এ জন্য প্রবাবশালী বলেও দাবি করেছিল কেন্দ্রীয় এজেন্সি। এদিন কোর্টে প্রবেশের মুখে এই বিতর্কিত বিষয় নিয়ে পার্থ মন্তব্য করেছেন। ইডির ভূমিকা নিয়ে প্রস্ন তুলেছেন তিনি। বলেন, 'টা অলঙ্কার ছিল না, ধর্মচারণের অংশ ছিল। আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে। ইডি অফিসের ৬ তলায় ঠাকুরের ছবি আছে। ওরা যদি ধর্মাচরণ করতে পারে, আমি পারব না? ইডি তো আমার আংটি খোলায়নি।'
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দাবি, সংশোধনাগারে প্রবেশের সময় অলঙ্কারসমুহ খুলে রাখতে হয় বলে তিনি জানতেন না৷ এমনকি তাঁকে কেউ সেই কথা জানাননি৷ আংটিকাণ্ডের বিস্তারিত বিবরণ চেয়েছে আদালত৷ আগামী ২৬ এপ্রিল প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়া জেল কোড মেনে কর্তৃপক্ষ কতটা কর্তব্য ও দায়িত্ব পালনে সচেতন তাও জানাতে বলা হয়েছে।