Advertisment

SSC নিয়োগ দুর্নীতি মামলা: পার্থ চট্টোপাধ্যায়ের CBI হাজিরার নির্দেশে স্থগিতাদেশ

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।

author-image
IE Bangla Web Desk
New Update
partha chatterjee have to be attened at cbi office, highcourt ordered in SSC teacher recruitment scam case updates

আজ বিকেল সাড়ে ৫টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।

স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ এবং গ্রুপ-ডিতে নিয়োগ-দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার মধ্যেই সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। তবে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশে মঙ্গলবারের মতো স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার সকালে ফের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে।

Advertisment

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় ধাক্কা প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমানে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার মধ্যেই তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে বলেন, ''কোনওভাবেই উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। বিকেল সাড়ে ৫টার মধ্যে তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। প্রয়োজনে তাঁকে গ্রেফতারও করতে পারবে সিবিআই।''

তবে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে তড়িঘড়ি ডিভিশন বেঞ্চে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন সিঙ্গল বেঞ্চের রায়ের কপি ওয়েবসাইটে ততক্ষণ পর্যন্ত আপলোড হয়নি। ডিভিশন বেঞ্চ মঙ্গলবারের মতো পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরার নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। মঙ্গলবার আর সিবিআই দফতরে যেতে হয়নি পার্থ চট্টোপাধ্যায়কে। তবে বুধবার সকালে ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।

সিঙ্গল বেঞ্চের পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ প্রসঙ্গে এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের তলব নিয়ে একটি মন্তব্যও করব না। কারণ এটা আদালতে বিচারাধীন বিষয়। ফলে এখানে আমার কিছু বলার নেই।'

আরও পড়ুন- ‘সম্মতিতে হলেও এটা ধর্ষণ-ই!’ হাঁসখালিতে গিয়ে মমতার উল্টো সুর মহুয়ার

উল্লেখ্য, এসএসসির শিক্ষক নিয়োগ ও গ্রুপ ডি-তে নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবারই শিক্ষামন্ত্রী থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতি সাপেক্ষে তৈরি স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটিকে 'বেআইনি' বলে উল্লেখ করে হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছিল অনুসন্ধান কমিটি। রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে তৈরি বিশেষ অনুসন্ধান কমিটির রিপোর্টে নাম ধরে ধরে এব্যাপারে গুরুতর অভিযোগ আনা হয়েছিল।

এরপর মঙ্গলবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের। বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এদিনই পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ দিয়েছিলেন। যদিও সেই রায়ে আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের।

cbi partha chatterjee highcourt SSC
Advertisment