তাঁর বিশাল চেহারা নিয়ে ভরা সভায় বেশ কয়েকবার হাল্কা ইয়ারকি করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। বর্তমানে সেই মস্করাই জেলে বসে শুনছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, জেলের মধ্যে পার্থকে দেখেই আডা়ল থেকে মাঝে মধ্যেই ‘মোটু টুকি, মোটু টুকি’ ডাক ভেসে আসছে। আর এতেই তিতিবিরক্ত তৃণমূলের প্রাক্তন মহাসচিব। ইতিমধ্যেই জেল কর্তৃপক্ষকে অভিযোগ করেছেন এই হেভিওয়েট বন্দি। তারপরই পদক্ষেপ করেছে প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ।
এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত পার্থ চট্টোপাধ্যায়ের ঠাঁই প্রেসিডেন্সি সংশোধনাগার।
জেলে নিজের সেলেই বেশি সময় কাটান তিনি। মাঝে মধ্যে জেলের লনে দেখা যায় প্রাক্তন মন্ত্রীকে। আর সেই সময়ই ঘটেছে বিপত্তি। সূত্রের খবর, লনে পার্থকে দেখেই উঠছে ‘মোটু টুকি, মোটু টুকি’ ধ্বনি। একবার দু'বার নয়, পার্থ চট্টোপাধ্যায় লনে বেরলেই তাঁকে উদ্দেশ্য করে এই ডাক শোনা যাচ্ছে।
এহেন মস্করায় চটে লাল পার্থ। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছেন রাজ্য মন্ত্রিসভার একদা 'নম্বর-টু'। তারপরই তদন্ত শুরু করে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। স্পষ্ট হয় যে, প্রাক্তন মন্ত্রীর সেল সংলগ্ন এলাকায় থাকা দুই ছিঁচকে চোর এই কাণ্ড করছে। ‘মোটু টুকি, মোটু টুকি’ বলে জ্বালাতন করছেন পার্থ চট্টোপাধ্যায়কে।
এরপরই ওই দুই ছিঁচকে-কে পার্থ চট্টোপাধ্যায়ের সেল সংলগ্ন এলাকা থেকে জেলের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে।