জেলের মধ্যেই তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে রীতিমতো শাসিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এনফোর্স ডিরেক্টরেটের কাছে বিস্ফোরক এই অভিযোগ করেছেন এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত স্বয়ং কুন্তল ঘোষ। অভিযোগ বয়ান আকারে রেকর্ড করেছে ইডি।
ইডি সূত্রে খবর, দিন কয়েক আগেই প্রেসিডেন্সি জেলে কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। তখনই এই অভিযোগ করেন ধৃত যুব তৃণমূল নেতা। তদন্তকারীদের কাছে কুন্তল জানিয়েছেন, প্রেসিডেন্সি জেলে আসার পরই তাঁর থেকে পার্থ চট্টোপাধ্যায় রীতিমত শাসনির সুরে জানতে চেয়েছিলেন- কেন তাঁর নাম জিজ্ঞাসাবাদের সময় বলা হয়েছে? কুন্তল কি তাঁকে টাকা দিয়েছেন?
নিজেই তাঁর কাছে হেঁটে এসে প্রাক্তন তৃণমূল মহাসচিব তথা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এসব জিজ্ঞাসা করেছেন বলে দাবি কুন্তলের।
দু'দিন আগে সিবিআই হেফাজত শেষে প্রেসিডেন্সি জেলে গিয়েছেন এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্যতম দুই অভিযুক্ত কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল। জেল সূত্রে খবর, কুন্তলের সঙ্গে তাপসকেও একই প্রশ্ন করেছেন পার্থ চট্টোপাধ্যায়। কুন্তল কেন তাঁর নাম নিয়েছেন? কুন্তল কি আদৌ তাঁকে টাকা দিয়েছিলেন?