দুর্নীতিতে মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত সেপ্টেম্বরে ইডি-র চার্জশিটে স্পষ্ট করে উল্লেখ ছিল। আর শুক্রবার একই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নতুন বিশেষণে ভূষিত করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন পার্থ-কে 'নিয়োগ দুর্নীতির মাস্টারমশাই' বলে জানিয়েছে ইডি। উল্লেখ্য, বৃহস্পতিবার আদালতে নিজের ৯ মিনিটের বক্তব্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে মুখ খুলেছিলেন অপসারিত তৃণমূল মহাসচিব।
এসএসসি দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়কে শুক্রবার আদালতে পেশ করে ইডি। সেই মামলার শুনানিতে সওয়াল করতে গিয়ে ইডি-র আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, 'পার্থ চট্টোপাধ্যায় এই নিয়োগ দুর্নীতির মাস্টারমশাই। বাকিরা সবাই ছাত্র।' অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের দেখানো পথেই ছাত্র হিসাবে দুর্নীতির পরিকল্পনা করেছেন বাকিরা।
এদিন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আগামী ৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজত মঞ্জুর হয়েছে। আদালতে ইডির দাবি, চাকরি বিক্রির আলাদা ব়্যাকেট চালাতেন শান্তনু। কুন্তলকে ছাড়াই টাকার বিনিময়ে বেনিয়ম করে বহু প্রার্থীকে চাকরি দিয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, শান্তনু, অয়ন শীলের যোগে পুর দুর্নীতির যে চক্রের সন্ধান পাওয়া গিয়েছে তাতে অনেক প্রভাবশালীর নাম রয়েছে। প্রকাশ্য এজলাসে সেই সব প্রভাবশালীদের নাম প্রকাশ না করার জন্য বিচারককে আর্জি জানান আইনজীবী ফিরোজ এডুলজি। সন্দেহভাজন প্রভাবশালীদের নাম কেস ডায়েরিতে উল্লেখ রয়েছে বলে জানানো হয়।