Advertisment

পার্থ-কুন্তল চোখাচোখি, জেলের লনে কী কথা হল দু'জনের?

মঙ্গলের বেলায় জেলের লনে টানটান উত্তেজনা।

author-image
IE Bangla Web Desk
New Update
partha chatterjee meets kuntal ghosh in presidency jail ssc scam case, পার্থ-কুন্তল চোখাচুখি, জেলের লনে কী কথা হল দু'জনের?

পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ

শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আপাতত তাঁর ঠাঁই প্রেসিডেন্সি জেলের সেল ব্লক। গত কয়েকদিন ধরে ওই সেলরই শেষ কুঠুরিতে রাখা হয়েছে একই মামলায় আরেক অভিযুক্ত তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে। এদিন জেলের লনে পার্থ ও কুন্তলের চোখাচোখি হয়।

Advertisment

শুধু চোখের দেখাই নয়, দু'জনের মধ্যে সামান্য কথাও হয়েছে বলে প্রেসিডেন্সি জেল সূত্রে খবর। কী কথা হয়েছে পার্থ কুন্তলের মধ্যে? জানা গিয়েছে, কুন্তলকে জেলের লনে হাঁটতে দেখে প্রথমে তৃণমূলের অপসারিত মহাসচিবই কথা বলেছেন। তাঁকে কুন্তল ঘোষ চেনেন কিনা তা জানতে চান। পার্থ চট্টোপাধ্যায় কুন্তলকে বলেন, 'এই, তুমি আমাকে চেনো?' পরোক্ষণেই বলেন, 'তুমি আমার নামটাই নিলে?'

জবাবে মৃদু স্বরে তৃণমূলের যুব নেতা ধৃত কুন্তল বলেন, 'চিনি, কিন্তু আলাপ নেই।'

'তুমি আমার নামটাই নিলে?', প্রাক্তন শিক্ষামন্ত্রীর এই প্রশ্ন তাৎপর্যবাহী বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, জেরায় পার্থর সঙ্গে আলাপের কথা স্বীকার করেননি কুন্তল ঘোষ। ইডি-র দাবি, বেআইনিভাবে শিক্ষক নিয়োগের জন্য যেসব অর্থ চাকরিপ্রার্থীদের থেকে কুন্তল নিয়েছিলেন, তা রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর সহযোগীদের কাছেই পোঁছেছে। কুন্সুলের রিমান্ড পেপারেও সেকথা উল্লেখ করেছে ইডি। যা সংবাদপত্র মারফৎ পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছেছে। এরপরই প্রথম চোখাচোখিতেই কুন্তলকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

সিবিআই-য়ের দাবি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চ্টোপাধ্যায় প্রভাবশালী। যদিও পার্থর আইনজীবী এজলাসে তা নস্যাতে মরিয়া। এই অবস্থায় কুন্তলকে পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্ন ঘিরে মামলার গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

partha chatterjee Presidency jail WB SSC Scam Kuntal Ghosh
Advertisment