Advertisment

রাজ্যে বিপুল কর্মসংস্থানের সুযোগ, একের পর এক শিল্পের ঘোষণা পার্থর

নবান্নে মন্ত্রীসভার বৈঠকের পর বিধানসভায় সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্য়ের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়।

author-image
Joyprakash Das
New Update
partha chatterjee on upcoming industries in bengal

রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

শীঘ্রই রাজ্যে বেঙ্গল টেক পার্কে ডেটা সেন্টারের কাজ শুরু করতে চলেছে আদানি গোষ্ঠী। এর পাশাপাশি খড়্গপুরে সাইকেল হাব-এ চারটি সংস্থা সাইকেল কারখানার কাজ শুরু করবে। নবান্নে মন্ত্রীসভার বৈঠকের পর বিধানসভায় সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানিয়েছেন শিল্পমন্ত্রী।

Advertisment

বাংলায় শিল্প স্থাপনের উদ্দেশে এপ্রিলে দু'দিনের বেঙ্গল বিজনেস সামিটে দেশ-বিদেশের শিল্পপতিরা হাজির ছিলেন। সেই সম্মেলনে ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনে আদানি, গোয়েঙ্কাদের মতো শিল্পগোষ্ঠী হাজির ছিলেন। এর আগে নবান্নে পৃথক ভাবে গৌতম আদানির সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খড়্গপুরে সাইকেল হাবের কথাও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'নিউটাউনের সিলিকন ভ্যালিতে ফেজ থ্রি-তে রাজ্য বেঙ্গল টেক পার্কে হাইপার স্কেল ডাটা সেন্টার করার জন্য আদানি এন্টারপ্রাইজ হিডকোর কাছে আবেদন করেছিল। সেটা আজ অনুমোদন পায়। মোট ৫১.৭৫ একর জমিতে কাজ হবে। এখানে প্রচুর কর্ম সংস্থানের সম্ভাবনা আছে। অর্থনৈতিক কার্যক্রমও শুরু হবে।'

খড়গপুর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাইকেল হাব করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। শিল্পমন্ত্রী বলেন, 'ডাব্লুবিলআইডিসি ওই ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমি দেওয়ার জন্য় রেকমন্ড করে চারটি সংস্থাকে। ৫ একর করে জায়গায় ৪টি সংস্থা সেখানে সাইকেল উৎপাদন কারখানা করবে। ইউনিরক্স সাইকেলস, মিলাপ সাইকেলস, লুনা টায়ারস ও ক্রিমটন ইন্ডাস্ট্রিজ সেখানে কারখানা করবে।' মন্ত্রীর ঘোষণা, 'এখানে সংস্থা প্রতি প্রাথমিক ভাবে ১০ কোটি টাকার লগ্নি ও ১৫০ জন করে কর্মসংস্থান হবে।'

ফি বছর শিল্প সম্মেলন হওয়া নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়ে না বিরোধী দলগুলি। মুখেই বিনিয়োগের কথা বলে আদপে কাজের কাজ কিছুই হয় না বলেই বিরোধীদের অভিযোগ। যদিও সম্মেলনের শেষ দিনে মমতা জানিয়েছিলেন, ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। ১৩৭টি মউ স্বাক্ষরিত হয়েছে। এই বিনিয়োগেই ৪০ লক্ষের বেশি কর্ম সংস্থান হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। এরই মধ্যে সোমবার রাজ্যে নতুন শিল্পদ্যোগের ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়।

partha chatterjee Industry West Bengal
Advertisment