Advertisment

অর্পিতার ফ্ল্যাটে কোটি কোটি কীভাবে? মুখ খুললেন পার্থ!

এই প্রসঙ্গে আগে পার্থ দাবি করেছিলেন যে ওই টাকা তাঁর নয়। এদিন কী বললেন?

author-image
Rajit Das
New Update
arpita mukherjee ssc scam case alipur court , আপাদমস্তক ঢাকা, এড়ালেন অপ্রিয় প্রশ্ন! হঠাৎ কী হল পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতার?

পার্থ চ্যাটার্জী, অর্পিতা মুখার্জী

নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। কোথা থেকে অত টাকা এলো? সোমবার প্রাক্তন মন্ত্রী এই প্রশ্নের সম্মুখীন হয়। জবাবে মুখ খোলেন পার্থ।

Advertisment

কী বলেছেন পার্থ চট্টোপাধ্যায়?

উদ্ধার হওয়া ৫০ কোটি এই টাকা কার? কোথা থেকে এল? আগেও এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন পার্থ এবং অর্পিতা। এই প্রসঙ্গে আগে পার্থ দাবি করেছিলেন যে ওই টাকা তাঁর নয়। যদিও অর্পিতা দাবি করেছিলেন, তাঁর ফ্ল্যাট থেকে যে পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে,তার সবটাই পার্থর। অর্পিতা এও দাবি করেছিলেন যে, তাঁর বাড়িতে কত টাকা রাখা আছে তা তিনি জানতেন না। পার্থের কর্মীরা মাঝেমধ্যেই এসে টাকা রেখে দিতেন বলেও দাবি করেছিলেন। শুধু তাই-ই নয়, যেখানে টাকা রাখা হত, সেই ঘরে তাঁর কোনও প্রবেশাধিকার ছিল না বলেই দাবি করেছিলেন অর্পিতা।

সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয়েছিল পার্থকে। আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখোমুখি হন পার্থ। সেই সময় অর্পিতার ফ্ল্যাটে বিপুল টাকার প্রসঙ্গ উঠতেই পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'খুঁজে বার করুন।'

আরও পড়ুন- এখনও তৃণমূলের শীর্ষ নেতা পার্থ? অভিষেকের ‘নবজোয়ার’-এর আগেই বিরাট ইঙ্গিত জেলবন্দির!

উল্লেখ্য, শিক্ষায় নিয়োগে দুর্নীতির অভিযোগে গত বছরের ২২ জুলাই নাকতলার বাড়ি থেকে ইডি গ্রেফতার করে পার্থ চট্টোপাধ্যায়কে। ওই সময়েই টালিগঞ্জে পার্থের 'ঘনিষ্ঠ' বলে পরিচিত অর্পিতার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ ২১ কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। পরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকেও টাকা উদ্ধার করা হয় ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এরপরই গ্রেফতার করা হয় অর্পিতকে।

partha chatterjee WB SSC Scam Arpita Mukherjee
Advertisment