Advertisment

ফিরহাদ তাঁকে চেনেন না শুনেই রেগে কাঁই পার্থ, কী বললেন? পড়ুন বিশদে

পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকে সভা-সমাবেশে তাঁর নাম পর্যন্ত মুখে আনেন না মমতা বন্দ্যেপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
partha chatterjee spoke out on firhad hakim

ববিকে জবাব পার্থের।

খোদ তৃণমূল সুপ্রিমোই তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকে সভা-সমাবেশে তাঁর নাম পর্যন্ত মুখে আনেন না মমতা বন্দ্যেপাধ্যায়। এবার ফিরহাদ হাকিমও প্রকাশ্যে পার্থর বিরুদ্ধে মুখ খোলায় বেশ ক্ষুব্ধ প্রাক্তন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর ঘনিষ্ঠ মহলে ফিরহাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। এরই পাশাপাশি জেল থেকে মুক্তি মিললে তাঁর প্রধান কাজ কী হবে এবং প্রথমে তিনি কেথায় যেতে চান ঘনিষ্ঠ সেই ব্যক্তিকে নাকি তাও বলেছেন পার্থ।

Advertisment

গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে মাসের পর মাস জেলবন্দি অনুব্রত মণ্ডল। এখন আবার বাংলা ছেড়ে কেষ্টর ঠাঁই হয়েছে দিল্লিতে। তবুও তৃণমূল কেষ্টর থেকে মুখ ফেরায়নি। তবে পার্থর বেলায় কিন্তু তেমন কিছু ঘটেনি। বরং তৃণমূলের বড় থেকে ছোট সব নেতাই দলের প্রাক্তন মহাসচিবের সঙ্গে ফি দিন দূরত্ব বাড়াচ্ছেন।

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, 'সত্যিই টাকা দিয়ে যদি চাকরি হয়ে থাকে তবে সেটা লজ্জার। দুর্নীতি করলে পাপ করেছে। এই পার্থদাকে আমি চিনি না। আমার অচেনা লাগছে।'

আরও পড়ুন- আজ ফের ধেয়ে আসতে পারে কালবৈশাখী, কোন কোন জেলায় আছড়ে পড়বে ঝড়?

একদা সতীর্থের এই বক্তব্য কানে যেতেই তেলেবগুনে জ্বলে উঠেছেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বন্দিদশায় থেকেও ঘনিষ্ঠ এক ব্যক্তিকে নাকি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেছেন, 'ফিরহাদ হাকিম আমাকে না চিনতে পারেন। কিন্তু আমি ওঁকে এবং ওঁর পরিবারের সবাইকে খুব ভালো করে চিনি।'

এরই পাশাপাশি সূত্রের আরও খবর, বৃহস্পতিবার তাঁর ঘনিষ্ঠ একজনকে পার্থ চট্টোপাধ্যায় নাকি জানিয়েছেন জেলমুক্তির পর তিনি ঠিক কী কী করবেন। পার্থ তাঁকে জানিয়েছেন, জেল থেকে মুক্তি মিললে প্রথমেই সাংবাদিক বৈঠক করবেন তিনি। তারপর নিজের বিধানসভা কেন্দ্রে যাবেন তিনি।

tmc partha chatterjee West Bengal Firhad Hakim WB SSC Scam
Advertisment