এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের নাকতলার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। জিজ্ঞাসাবাদও করা হচ্ছে রাজ্যের এই মন্ত্রীকে। সকাল আট থেকে চলছে জেরা। জানা গিয়েছে, প্রায় সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন পার্থবাবু। তড়িঘড়ি তাঁর বাড়িতে চিকিৎসকদের ডাকা হয়। ভবানীপুর থেকে পুলিশ ওই চিকিৎসক এসেছেন। তবে এ নিয়ে ইডি-র আধিকারিকরা মুখ খোলেননি।
কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতেই এ দিন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে অভিযান চালানো হয়েছে। এই মামলাতেই আগে সিবিআই জেরার সম্মুখীন হয়েছিলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
দুর্নীতি মামলায় পার্থবাবুর জামাইয়ের মামার বাড়ি পিংলায় আয়কর দফতর হানা দিয়েছে।
রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর আত্মীয়ের বাড়ি ছাড়াও এ দিন সকাল থেকেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও রাজ্যের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তল্লাশি চালাচ্ছে। মোট ১৩টি জায়গায় ইডি অভিয়ানে। তালিকায় রয়েছে তৃণমূল বিধায়ক তথা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্যদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, বাগদার চন্দনের বাড়িও।
টাকার বিনিময়ে স্কুলে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে বাগদার বাসিন্দা চন্দন মণ্ডলের বিরুদ্ধে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস তাঁর নাম প্রকাশ্যে আনেন। চন্দনকে সমন পাঠায় সিবিআই। শেষ পর্যন্ত এ শুক্রবার হাই কোর্টে হাজিরা দিয়েছেন চন্দন মণ্ডল।