Advertisment

চরম বিপাকে কয়েদি পার্থ! ইডি-র তৎপরতায় সেলের অন্দরে বিরাট বদল

'হেভিওয়েট' প্রাক্তন মন্ত্রীর দুর্দশা আরও বাড়ল।

author-image
IE Bangla Web Desk
New Update
Partha Chatterjees cell is about to undergo a big change in presidency jail

পার্থ চট্টোপাধ্যায়।

এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গারদে নাস্তানাবুদ অবস্থা তাঁর। সেই দুর্দশা ইডি-র তৎপরতায় আরও বাড়ল। চরম বিপাকে

'প্রভাবশালী' তৃণমূলের প্রাক্তন মহাসচিব।

Advertisment

এতদিন সংশোধনাগারের সেলে জামাই আদর পাচ্ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। 'হেভিওয়েট' এই নেতার শোয়ার জন্য গারদেই ছিল বিছানা, তার উপর নরম গদি। সেলের অন্দরে ইডি চেয়ারে গা এলিয়ে বসতেন তিনি। এমনকী মোবাইল ফোনের সুবিধাও উপভোগ করছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মমতা মন্ত্রিসভার এই প্রাক্তন সদস্য।

জেলের ভিতরকার এই অরাজগতার খবর পৌঁছেছে ইডি-র গোয়েন্দাদের কাছে। এরপরই তাঁরা নড়েচড়ে বসেছেন। তারপরই পুরো বিষয়টি খতিয়ে দেখতে অকর্কিতে প্রেসিডেন্সি সংশোধনাগারে ঢুঁ মেরেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা দল। এতেই তাঁদের চক্ষু ও কর্ণের বিবাদ মেটে। দেখেন জেলের মধ্যে ভিভিআইপি পরিষেবায় রয়েছেন পার্থ।

অবাক করা এই ঘটনা দেখেই পদক্ষেপে তৎপর হন ইডি আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায়ের সেল থেকে খাট-বিছানা, ইডি চেয়ার সরিয়ে ফেলার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। মোবাইল যাতে না মেলে তা দৃঢভাবে দেখার কথা জানানো হয়। ফলে এবার নরম গদি ছেড়ে শক্ত মাটিতেই শুতে হবে হেভিওয়েট প্রাক্তন মন্ত্রীকে। মিলবে না জামাই আদরও।

গত বছর জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বার কয়েক সিবিআই ও ইডি হেফাজত শেষে এখন তাঁর ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি জেল। তবে বারবার জামিন নাকট হওয়ায় বিরক্ত তিনি। এমনকী জেলেও অন্যান্য বন্দিদের নানা বিদ্রুপ, অভব্য আচরণের মুখোমুখি হতে হচ্ছে একদা রাজ্য মন্ত্রিভার সেকেন্ড-ইন-কমান্ডকে। গত সপ্তাহেই পার্থর পাশের সেলে থাকা দুই ছিঁচকে তাঁকে টিটকিরি দিয়ে ‘মোটা টুকি’ বলেছিল। এছাড়া, জঙ্গি মুসা পার্থকে নিশানা করে মলভর্তি মগ ছুড়ে মারেছিল। যা এড়াতে গিয়ে হেভিওয়েট এই নেতা হুড়মুড়িয়ে পড়ে গিয়ে চোটও পেয়েছিলেন।

WB SSC Scam Presidency jail Enforcement Directorate partha chatterjee
Advertisment