সিবিআই বাড়ি ছাড়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। সাতসকালে তাঁর বাড়িতে ঢুকে সিবিআই গোয়েন্দারা কী কী প্রশ্ন করেছেন, তাঁর বাড়ি থেকে কী কী নিয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা, সেব্যাপারেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের পাটুলির বাড়িতে হানা দিয়েছিল সিবিআই।
পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এই তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন তাঁর বাড়ি থেকে একটি মোবাইল ফোন, দুটি ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং কয়েকটি বায়োডেটা নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকার পাহাড় মিলেছিল। সেব্যাপারে তাঁকে সিবিআই কোনও প্রশ্ন করেছিল কিনা তা এদিন জানতে চেয়েছিলেন গোয়েন্দারা?
সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে এদিন বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন, "ওসব দিকেই যায়নি সিবিআই। ওদের দেখে মনে হয়েছে আমার দেওয়া উত্তরে ওঁরা সন্তুষ্ট। তদন্তের স্বার্থে আমার সহযোগিতা ওঁদের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে। আমিও জানিয়েছি তদন্তে সব ধরনের সহযোগিত করব আমি।" তবে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বেশ কয়েকটি ব্যক্তিগত প্রশ্ন তাঁকে সিবিআই করেছে বলে এদিন দাবি করেছেন এই তৃণমূল কাউন্সিলর।
আরও পড়ুন- ঝালদার চেয়ারপার্সন নিয়ে দড়ি টানাটানি! বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের
বৃহস্পতিবার সকালে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে সিবিআই অভিযানে যায়। শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তেই এই অভিযান বলে জানা গিয়েছে। বাপ্পাদিত্য কলকাতা পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। এদিন সকালে সিবিআইয়ের বেশ কয়েকজন আধিকারিক তাঁর বাড়িতে পৌঁছে যায়।
তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে কাদের বায়োডেটা নিয়ে গেল সিবিআই?
এপ্রসঙ্গে এদিন বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন, "এইট পাশ কয়েকজনের বায়োডেটা ছিল। স্বাস্থ্য-সহ বিভিন্ন বিভাগে চুক্তির ভিত্তিতে লোক নিয়োগ করা হয়। কাউন্সিলরদের কাছে এমন বায়োডেটা থাকে। ওগুলোই ওঁরা নিয়ে গিয়েছেন।"
আরও পড়ুন- বিরাট তথ্য পেয়েছে CBI? পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর-সহ ও এক বিধায়কের বাড়িতে হানা