Primary Teacher Recruitment Scam: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি (Primary Teachers Recruitment Scam) মামলায় ইডি (ED) দফতরে বাপ্পাদিত্য দাশগুপ্ত। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ কলকাতা পুরসভার ১০১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য (Bappaditya Dasgupta) । শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তেই তাঁকে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এক্ষেত্রে তাঁর কোনও ভূমিকা রয়েছে কিনা এছাড়াও বাপ্পাদিত্যের সম্পত্তির হিসেব ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসও খতিয়ে দেখা হচ্ছে বলে ইডি সূত্রে খবর।
নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় বাপ্পাদিত্য দাশগুপ্তের। এর আগে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে চাকরি সংক্রান্ত নথি পাওয়া গিয়েছিল বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) দাবি।
এবার ইডি তলব করেছিল এই তৃণমূল কাউন্সিলরকে। নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নিয়মিত ওঠাবসা ছিল বাপ্পাদিত্যের। সেই কারণেই নিয়োগ মামলায় পার্থের ভূমিকা সম্পর্কে বাপ্পাদিত্য অনেকটাই জানেন বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)।
প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে পার্থের ঠিক কী ভূমিকা ছিল, তাও খতিয়ে দেখতে চাইছে ইডি। ব্যাপাদিত্যকে জিজ্ঞাসাবাদে বহু গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশাবাদী কেন্দ্রীয় সংস্থা।
এদিকে ইডি দফতরে ঢোকার মুখে এদিন বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন, "আজ ইনকাম স্টেটমেন্ট, আইটি রিটার্ন (IT Return), সম্পত্তির তথ্য সংক্রান্ত এই কাগজগুলো চেয়েছে। সেগুলো নিয়ে এসেছি। দেখা যাক, কথা বলি। আইটি রিটার্ন রয়েছে ১২ বছরের। যা যা কাগজ চেয়েছে সেইগুলো নিয়ে এসেছি। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই ডাকা হচ্ছে হয়তো। প্রাথমিকের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। সিবিআই যখন বাড়িতে রেড করে যে অ্যাডমিট কার্ড পেয়েছে তার একটাও প্রাথমিকের নয়। সেগুলো আজ জমা করে দেব।"