মাস দুয়ের আগের কথা মাত্র। শুনানির সময় দু’জন দু’জনকে লাভ সাইন দেখিয়েছিলেন! যা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। সময় গড়াচ্ছে। বদলাচ্ছে কী উভয়ের সম্পর্কের রসায়ন? অতীত সরিয়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি অর্পিতা মুখোপাধ্যায় সোমবারই (২৯.০৩.২০২৩) কেন্দ্রীয় এজেন্সির সুরেই পার্থ চট্টোপাধ্যায়কে দুর্নীতির 'কিংপিং' বলে দাবি করেছেন আদালতে। এর ২৪ ঘন্টার মধ্যেই মঙ্গলবার আদালতে পেশ করা হয়েছে অর্পিতার 'ঘনিষ্ঠ' নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন আদালত চত্বরে পৌঁছতেই তৃণমূলের অপসারিত মহাসচিবকে দেখেই সাংবাদিকরা অর্পিতার ঝাঁঝাল দাবি নিয়ে প্রশ্ন করেন পার্থ চট্টোপাধ্যায়কে।
এদিন নীল রঙের পাঞ্জাবি পরে আদালতে আসেন পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতার অভিযোগ তুলে ধরে সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, তাহলে কী উদ্ধার হওয়া বিপুল অর্থ পার্থ চট্টোপাধ্যায়েরই? প্রশ্ন শুনে নীরব ছিলেন পার্থ।
এরপর সাংবাদিকরা তাঁকে ফের জিজ্ঞাসাবা করেন যে, অর্পিতার আইনজীবীর দাবি যে, দুর্নীতির 'মাস্টারমাইন্ড' আপনিই। নীরব থাকার অর্থ কী অভিযোগ মেনে নেওয়া? তবুও কোনও কথা না বলে চুপই রইলেন পার্থ চট্টোপাধ্যায়। এর আগে অবশ্য, অর্পিতার দুটি ফ্ল্যাটে কোটি কোটি টাকা কোথা থেকে এলো সেই প্রশ্নের উত্তরে আদালতের বাইরে পার্থ সাংবাদিকদের বলেছিলেন, 'আপনারা খুঁজে বার করুন।'
'বান্ধবী' অর্পিতা প্রসঙ্গে মুখে কুলুপ দিলেও সাগরদিঘির বিধায়কের কংগ্রেস ছেড়ে তৃণণূলে যোগদান ইস্যুতে মন্তব্য করেছেন জোড়া-ফুলের একদা মহাসচিব। পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'সবাই আসবে।'