Chaos in TMC Campaign 2024: অভিনেতা সোহমের রোড শোকে ঘিরে চরম বিশৃঙ্খলা। ধস্তাধস্তিতে তৃণমূল কর্মীরা। পুরাতন মালদার মঙ্গলবাড়ী বুলবুলি মোড়ের ঘটনা। মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা সোহম। সেখানেই ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে তৃণমূল কর্মীরা। তৃণমূল নেতৃত্ব কোনওরকমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, শনিবার উত্তর মালদা বিধানসভা কেন্দ্রে বুলবুলচন্ডি মোড় এলাকা থেকে উত্তর মালদার তৃণমুল প্রার্থী প্রসূন বন্দোপাধ্যায়ের সর্মথনে রোড শো শুরু করেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। রোড শোয়ের শুরুতে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পরে কর্মী সর্মথকেরা। এরপর পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যন কার্তিক ঘোষকে হুড খোলা রোড শোয়ের গাড়িতে উঠতে না দিয়ে প্রার্থী প্রসূনের সঙ্গে সোহমের গাড়িতে ওঠেন দক্ষিন মালদার নেতারা। এরপরই সোহমের সামনেই কার্তীক অনুগামীরা চিৎকার ও ধাক্কাধাক্কি শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন জেলা তৃণমুল সভাপতি আব্দুর রহিম বক্সি ও সহ সভাপতি দুলাল সরকার। যদিও কিছুক্ষন বাদেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন- Lok Sabha Election 2024: দলীয় বিধায়কের ছেলেই ‘গরু পাচারকারী’! পদ্ম প্রার্থীকে সামনে পেয়েই ক্ষোভ উগরালেন বিজেপি কর্মীরা
বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ীর অভিযোগ এটাই তৃণমূলের সংস্কৃতি।হেলমেড ছাড়া বাইক ব়্যালি করছে। আর সেখানে বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ছেন।
কোনরকম বিশৃঙ্খলা হয়নি, এত মানুষ এসেছিল দূর থেকে মনে হচ্ছিল বিশৃঙ্খলা. আসলে তা নয়। এমনটাই দাবি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির।