Advertisment

Lok Sabha Election 2024: ভোট শুরুর আগের দিনেই চূড়ান্ত গন্ডগোল, প্রার্থীর সামনেই চেয়ার ছোড়াছুড়ি BJP কর্মীদের

BJP Chaos: বৃহস্পতিবার দলের কর্মিসভায় গিয়েছিলেন বিজেপি প্রার্থী। তাঁকে সামনে পেয়েই দলেরই জেলা নেতৃত্বের প্রতি তীব্র ক্ষোভ উগরে দিতে শুরু করেন ওই এলাকার নেতারা। তাঁদের বাধা দেয় দলেরই অন্য একটি পক্ষ। এরই মধ্যে দু'পক্ষের মধ্যে ব্যাপক বচসা শুরু হয়ে যায়। হাতাহাতি, মারামারিতে জড়িয়ে পড়ে দু'পক্ষ। বেশ কয়েকজন চেয়ার ছোড়াছুড়ি পর্যন্ত শুরু করে দেয়। কর্মীদের শান্ত হতে বারবার আবেদন করতে দেখা যায় বিজেপি প্রার্থীকে।

author-image
IE Bangla Web Desk
New Update
party workers fight with each other in front of BJP candidate SS Ahluwalia in Asansol

BJP Chaos: দলের প্রার্থীর সামনেই মারামারিতে জড়ালেন কর্মীরা।

Asansol-Surendra Singh Ahluwalia: রাজ্যে প্রথম দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Election Phase 1) শুরুর আগেই চূড়ান্ত উত্তেজনা আসানসোলে (Asansol)। BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার (Surendra Singh Ahluwalia) সামনেই বচসা-হাতাহাতিতে জড়ালেন দলেরই কর্মীরা। একে অপরের দিকে চেয়ার ছোড়াছুড়িতে আহত বেশ কয়েকজন। উত্তেজনা থামাতে কর্মীদের শান্ত হতে বারবার আবেদন বিজেপি প্রার্থীর।

Advertisment

আসানসোলের বারাবনির বড়থানে বিজেপির কর্মিসভায় চূড়ান্ত গণ্ডগোল। বৃহস্পতিবার বড়থানে একটি কর্মিসভা করতে গিয়েছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। প্রার্থী এদিন কর্মিসভায় ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন বারাবনি অঞ্চলের বিজেপি নেতা-কর্মীরা।

আরও পড়ুন- Kolkata Metro: গঙ্গার নীচ দিয়ে দৌড়োচ্ছে মেট্রো! স্বপ্ন-সফরের যুগান্তকারী তাজ্জব তথ্য প্রকাশ্যে

তাঁদের অভিযোগ, ভোটের প্রচারে বেরিয়ে বাধা-হামলা হলে জেলার নেতৃত্ব ও আসানসোলের বিজেপি নেতৃত্ব তাঁদের পাশে থাকেন না। এককথায় বারাবনির বিজেপি নেতৃত্বকে জেলার নেতারা গুরুত্ব দেন না বলে তাঁরা অভিযোগ তোলেন।

আরও পড়ুন- UPSC-তে অকল্পনীয় সাফল্য বঙ্গতনয়ার! শ্রেষ্ঠত্বের ‘জগৎজোড়া’ স্বীকৃতি বাংলার আরও দুই কৃতীর

এদিন দলের প্রার্থীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন বারাবনির বিজেপি নেতৃত্ব। তখনই সেখানে উপস্থিত বিজেপির জেলা নেতৃত্বের কয়েকজন তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। প্রার্থীর উপস্থিতিতে দু'পক্ষের মধ্যে ব্যাপক বচসা ও হাতাহাতি শুরু হয়ে যায়। চেয়ার ছোড়াছুড়ি শুরু করে দেয় দু'পক্ষই।

কর্মীদের শান্ত হতে বারবার আবেদন করতে থাকেন আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া। শেষমেশ বেশ খানিকক্ষণ এই গন্ডগোল চলার পর পরিস্থিতি খানিকটা হলেও নিয়ন্ত্রণে আসে। শুরু হয় দলের কর্মিসভা। বিক্ষুব্ধ নেতাদের কথা শোনেন বিজেপি প্রার্থীরা।

asansol SS Ahluwalia bjp loksabha election 2024
Advertisment