Swapan Majumdar-Barasat BJP Candidate: দলের প্রার্থীকে কিছুতেই মেনে নিতে পারছেন না BJP কর্মীদেরই একাংশ। শেষমেশ তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (Election Commission) নালিশ করতে যাচ্ছেন দলেরই কেউ কেউ। এমন আশঙ্কা জোরালো হতেই বারাসতের BJP প্রার্থী স্বপন মজুমদার তেড়েফুঁড়ে আক্রমণ শানালেন তৃণমূলকে। রাজ্যের শাসকদলের চক্রান্তেই বারাসতে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে পাল্টা দাবিতে সোচ্চার বিজেপি প্রার্থী।
উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বারাসত (Barasat) কেন্দ্র থেকে এবার BJP-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বপন মজুমদার (Swapan Majumdar)। তবে স্বপন মজুমদারকে নিয়ে বিজেপির একাংশের কর্মীদের মধ্যেই চূড়ান্ত ক্ষোভ রয়েছে। বারাসতের বিভিন্ন জায়গায় তাঁর প্রার্থী হওয়ার বিরোধিতা করে পোস্টার পড়েছে। এমনকী বিজেপির নির্বাচনী কার্যালয় ও জেলা পার্টি অফিসেই স্বপন মজুমদারের বিরোধিতা করে পোস্টার দিয়েছেন দলেরই একাংশের কর্মীরা, এমনই দাবি করেছেন কেউ কেউ।
স্বপন মজুমদারের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছেন তাঁর দলেরই একাংশের কর্মীরা। এমনকী সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। সেখানে বিজেপি নেতা শ্যামল দাসকে বলতে শোনা গিয়েছে, "বারাসত কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন উনি একজন ড্রাগ মাফিয়া। এমন একজন প্রার্থীর হয়ে আমার কী করে ভোটের প্রচারে যাব।"
গত কয়েকদিন ধরেই স্বপন মজুমদারের প্রার্থী হওয়ার বিরোধিতা করে বারাসতের বিভিন্ন জায়গায় পোস্টার পড়তে দেখা যায়। এমনকী এবার স্বপন মজুমদারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেউ কেউ নালিশ করতে যেতে পারেন বলেও তীব্র গুঞ্জন তৈরি হয়েছে। যদিও গোটা ঘটনার পিছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে পাল্টা দাবি করেছেন স্বপন মজুমদার নিজে। যদিও শাসকদলের তরফে স্বপন মজুমদারের এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এবিষয়ে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার সংবাদমাধ্যমে বলেন, "এরকম একটা লোককে নিয়ে বিজেপির সাধারণ কর্মীরা মানুষের কাছে যেতে চাইবে না এটাই স্বাভাবিক। স্বপন মজুমদারের মতো দাগী আসামীকে প্রার্থী করে তৃণমূলকে সুবিধা করে দিয়েছে বিজেপি। এই প্রার্থী থাকলে তৃণমূলের সুবিধাই হবে। তৃণমূল কেন শুধু শুধু অভিযোগ করতে যাবে? বিজেপি কর্মীরাই এই প্রার্থীকে নিয়ে চলতে রাজি নন।"