Advertisment

Lok Sabha Election 2024-BJP: দলের প্রার্থীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! কার বিরুদ্ধে কমিশনে BJP কর্মীরাই? জানলে তাজ্জব হবেন!

Lok Sabha Polls 2024: রাজ্যের এই কেন্দ্রটিতে বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পরপরই তাঁকে নিয়ে অসন্তোষ দানা বেঁধেছিল। এরপর সময় যত এগিয়েছে সেই অসন্তোষের সুর আরও চড়া হয়েছে। দলের প্রার্থীর বিরোধিতায় পোস্টার পর্যন্ত পড়েছে এলাকায়। যা নিয়ে বেজায় ফাঁপড়ে পড়েছে বিজেপি শিবির। এদিকে, এই ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূলের চক্রান্ত, এমনই অভিযোগে পাল্টা সরব হয়েছেন বিজেপির প্রার্থী। এবার দলেরই প্রার্থীর বিরোধিতা করে নির্বাচন কমিশনে নালিশ করতেও যেতে পারেন বিজেপি কর্মীদের একাংশ, এমনও গুঞ্জন তীব্র হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP has announced its candidates for the four assembly constituencies of Bengal

BJP: বিধানসভা উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বিজেপি।

Swapan Majumdar-Barasat BJP Candidate: দলের প্রার্থীকে কিছুতেই মেনে নিতে পারছেন না BJP কর্মীদেরই একাংশ। শেষমেশ তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (Election Commission) নালিশ করতে যাচ্ছেন দলেরই কেউ কেউ। এমন আশঙ্কা জোরালো হতেই বারাসতের BJP প্রার্থী স্বপন মজুমদার তেড়েফুঁড়ে আক্রমণ শানালেন তৃণমূলকে। রাজ্যের শাসকদলের চক্রান্তেই বারাসতে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে পাল্টা দাবিতে সোচ্চার বিজেপি প্রার্থী।

Advertisment

উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বারাসত (Barasat) কেন্দ্র থেকে এবার BJP-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বপন মজুমদার (Swapan Majumdar)। তবে স্বপন মজুমদারকে নিয়ে বিজেপির একাংশের কর্মীদের মধ্যেই চূড়ান্ত ক্ষোভ রয়েছে। বারাসতের বিভিন্ন জায়গায় তাঁর প্রার্থী হওয়ার বিরোধিতা করে পোস্টার পড়েছে। এমনকী বিজেপির নির্বাচনী কার্যালয় ও জেলা পার্টি অফিসেই স্বপন মজুমদারের বিরোধিতা করে পোস্টার দিয়েছেন দলেরই একাংশের কর্মীরা, এমনই দাবি করেছেন কেউ কেউ।

স্বপন মজুমদারের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছেন তাঁর দলেরই একাংশের কর্মীরা। এমনকী সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। সেখানে বিজেপি নেতা শ্যামল দাসকে বলতে শোনা গিয়েছে, "বারাসত কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন উনি একজন ড্রাগ মাফিয়া। এমন একজন প্রার্থীর হয়ে আমার কী করে ভোটের প্রচারে যাব।"

আরও পড়ুন- Kolkata Weather Today: ভ্যাপসা গরম থেকে রেহাই শীঘ্রই! ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, হাওয়া বদল কখন?

গত কয়েকদিন ধরেই স্বপন মজুমদারের প্রার্থী হওয়ার বিরোধিতা করে বারাসতের বিভিন্ন জায়গায় পোস্টার পড়তে দেখা যায়। এমনকী এবার স্বপন মজুমদারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেউ কেউ নালিশ করতে যেতে পারেন বলেও তীব্র গুঞ্জন তৈরি হয়েছে। যদিও গোটা ঘটনার পিছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে পাল্টা দাবি করেছেন স্বপন মজুমদার নিজে। যদিও শাসকদলের তরফে স্বপন মজুমদারের এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুন- Premium: একরোখা রেখাই BJP-র বাজি! আটপৌরে বধূর রাতারাতি সন্দেশখালির ‘অগ্নিকন্যা’ হয়ে ওঠার গল্প চর্চাবহুল! 

এবিষয়ে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার সংবাদমাধ্যমে বলেন, "এরকম একটা লোককে নিয়ে বিজেপির সাধারণ কর্মীরা মানুষের কাছে যেতে চাইবে না এটাই স্বাভাবিক। স্বপন মজুমদারের মতো দাগী আসামীকে প্রার্থী করে তৃণমূলকে সুবিধা করে দিয়েছে বিজেপি। এই প্রার্থী থাকলে তৃণমূলের সুবিধাই হবে। তৃণমূল কেন শুধু শুধু অভিযোগ করতে যাবে? বিজেপি কর্মীরাই এই প্রার্থীকে নিয়ে চলতে রাজি নন।"

bjp Barasat loksabha election 2024
Advertisment